ঢাকা , মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চোরকে পুলিশের কাছে সোপর্দের জেরে, দোকান লুটে ও মারপিটের অভিযোগ চোরের পরিবারের বিরুদ্ধে


আপডেট সময় : ২০২৫-০৯-১৫ ২৩:৩৮:০৮
চোরকে পুলিশের কাছে সোপর্দের জেরে, দোকান লুটে ও মারপিটের অভিযোগ চোরের পরিবারের বিরুদ্ধে চোরকে পুলিশের কাছে সোপর্দের জেরে, দোকান লুটে ও মারপিটের অভিযোগ চোরের পরিবারের বিরুদ্ধে

মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বাদামবাড়ী বাজারের রাতের অন্ধকারে মুদি দোকানে চুরির সময় হাতেনাতে একজনকে চোরকে আটক করে স্থানীয় জনতা। পরদিন বালিয়াডাঙ্গী থানা পুলিশের কাছে চোরকে সোপর্দ করা হয়। পরবর্তীতে সেই ঘটনাকে কেন্দ্র করে বাজারের আরেক মুদি দোকানদারের দোকান লুট ও মারপিট করেছে চোরের নিকটতম স্বজনেরা।

পরে উক্ত ঘটনার জেরে বাজারের সমস্ত দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ করেছেন, বাদামবাড়ী বাজারের সকল ব্যবসায়ীরা। সোমবার দিবাগত-রাত থেকে শার্টডাউন এর মধ্য দিয়ে এই পতিবাদ জানায় দোকান মালিক সমিতি। এ সময় বাজারের সকল দোকান বন্ধের ফলে ভোগান্তিতে পড়ে সাধারণ জনগন।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর রাতে রফিকুল ইসলামের মুদি দোকানে চুরি হয়। এর পর আবার ১৩ সেপ্টেম্বর শনিবার আরো একটি দোকানের টিন কেটে চুরি করার সময় আব্দুল কুদ্দুস (৫০) নামে একজনকে হাতেনাতে আটক করে স্থানীয় দোকান মালিকরা।

পরে বিক্ষুব্ধ দোকানদারদের চাপে পরে আব্দুস কুদ্দুস গত ৭ সেপ্টেম্বরের চুরি হওয়া রফিকুল ইসলাম এর মুদির দোকানে চুরির ঘটনা স্বীকার করে এবং চুরির যাবতীয় মালামাল ফেরত দেয়।

সমস্ত ঘটনাকে বিবেচনা করে স্থানীয় বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন অবাকের আশ্বাসে ১৫সেপ্টেম্বর দুপুরে নিজ নিজ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা শুরু করেন। এ কাজে আরো সহযোগিতা করেন স্থানীয় শিক্ষক ও সুধিজনেরা।

ঘটনার বিচার সালিশ বিষয়ে বিএনপি নেতা আবদুল্লাহ আল মামুন অবাক এর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, আগামী ২৪ ঘন্টার মধ্যে তিনি বাজারে চুরির ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির জন্য সকলকে সাথে নিয়ে আইনের আশ্রয় নিবেন বলে আশ্বস্ত করেছেন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ