মোঃ অপু খান চৌধুরী।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদ কুমিল্লা জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছে। গত ১৪ সেপ্টেম্বর (রবিবার) সকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক পর্যালোচনা ও করনীয় শীর্ষক সভায় এ শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার। কুমিল্লা জেলার ১৯৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে গ্রাম আদালতের মাধ্যমে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে শশীদল ইউনিয়ন পরিষদ। এর স্বীকৃতি হিসেবে শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার।
কুমিল্লা জেলার মধ্যে শশীদল ইউনিয়ন পরিষদ এ কার্যক্রমে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাওয়ায়, চেয়ারম্যান আতিকুর রহমান (রিয়াদ)কে এলাকাবাসী ফুল দিয়ে অভিনন্দন জানায়।