ঢাকা , মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে বসতবাড়ি আগুনে ভস্মীভূত


আপডেট সময় : ২০২৫-০৯-১৫ ২১:১০:১০
ভূরুঙ্গামারীতে বসতবাড়ি আগুনে ভস্মীভূত ভূরুঙ্গামারীতে বসতবাড়ি আগুনে ভস্মীভূত

এস এম গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে একটি বসত বাড়ি পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। সোমবার দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের সাগর আলীর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। 

এলাকাবাসী সূত্রে জানাযায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে সাগর আলীর বাড়িতে বৈদ‍্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা বাড়ির চার পাশে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনের চিৎকারে আশ পাশের প্রতিবেশিরা পার্শ্ববর্তী পুকুর থেকে পানি নিয়ে  প্রায় পৌনে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। 

প্রত‍্যক্ষদর্শী সাইফুর, ফজল ও রফিকুল জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। গোয়াল ঘর থেকে শুধু গরু বের করতে পারি। মুহুর্তেই আগুন বাড়ির চারদিকে ছড়িয়ে পড়ায় ঘরের কোন জিনিস পত্র বের করতে পারি নাই। 

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সাগর আলী কান্না জড়িত কন্ঠে বলেন, হঠাৎ আগুন লেগে আমার সব কিছু পুড়ে শেষ হয়েগেছে। চোখের সামনে আমার স্বপ্নের বাড়িটি পুড়ে গেলো। ঘরে ধান, চাল সহ যাবতীয় জিনিস পুড়ে গেছে। আমার ছেলে পুলিশের চাকরি করে তার শখের পালসার ১৫০ সিসি মোটর সাইকেলটি পুড়ে গেছে। ঘর থেকে একটা সুতাও বের করতে পারিনি। আমার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ৫০ হাট সেমি পাকা ঘরসহ বাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ