ঢাকা , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে মহিলা সমাবেশে আলতাফ হোসেন চৌধুরী


আপডেট সময় : ২০২৫-০৯-১৫ ২০:৪৯:১২
মির্জাগঞ্জে মহিলা সমাবেশে আলতাফ হোসেন চৌধুরী মির্জাগঞ্জে মহিলা সমাবেশে আলতাফ হোসেন চৌধুরী
 
এস কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
 
পটুয়াখালীর মির্জাগঞ্জে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান, এয়ার ভাইস মার্শাল অব. আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
 
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় উপজেলার মাধবখালী ইউনিয়নের বাজিতা শিশুর বাজারে মাধবখালী ইউনিয়ন নারী ও শিশু অধিকার ফোরামের সভানেত্রী জেসমিনা শাকুরের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
 
মাধবখালী ইউনিয়ন নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে এতে ভার্চুয়ালি বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবিকা মোসা. সুরাইয়া আক্তার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভানেত্রী জেসমিন জাফর, সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা জুথী, প্রচার সম্পাদক নাজমা বেগম, উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভানেত্রী আয়শা খানম রানী, মাধবখালী ইউনিয়ন বিএনপি সভাপতি শাহীন চৌধুরী পাশা, বিএনপি নেতা হাসিবুল তালুকদার প্রমুখ।  
 
এছাড়াও, উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
 
প্রধান অতিথি আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী, দেশের বর্তমান প্রেক্ষাপট এবং জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দিকনির্দেশনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য প্রদান করেন। 



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ