ঢাকা , মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কালকিনি থানার ওসি সোহেল রানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৯-১৫ ১৯:৫৪:২৯
মাদারীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কালকিনি থানার ওসি সোহেল রানা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কালকিনি থানার ওসি সোহেল রানা

আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক : মাদারীপুর জেলায় শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা।

মাদারীপুর জেলা পুলিশের মাসিক কল্যান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে তার হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। ওয়ারেন্ট তামিল, মাদক মুক্তকরন, ব্যলাবিয়ে প্রতিরোধ, চোরাচালান বন্ধ ও পুলিশি সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ায় বিশেষ ভূমিকা রাখায় তিনি শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, ভাস্কর সাহা, জেলা সদর থানার ওসি আদিল হোসেন, ডাসার থানার ওসি শেখ মুহাম্মদ এহতেশামুল ইসলাম, শিবচর থানার ওসি রাকিবুল ইসলাম ও রাজৈর থানার ওসি মাসুদুর রহমান প্রমুখ।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা বলেন, আমার কর্মের মূল্যায়ন করা হয়েছে। তবে আমি কালকিনি থানা এলাকার সকলের সহযোগিতায় এ সুনাম অক্ষুন্ন রাখতে চাই। তাই আমি সকলের সহযোগিতা কামনা করছি।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ