কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে এক লেবার সরদারকে কুপিয়ে দুই লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই লেবার সরদার থানায় অভিযোগ করেন। ঘটনাটি ঘটেছে, পৌরসভার নাড়িকেলবাড়ী পূর্ব ছড়ারপাড় এলাকায়।
অভিযোগ সূত্রে জানা গেছে, উলিপুর পৌরসভার নাড়িকেলবাড়ী তেলীপাড়া এলাকার জরিপ উদ্দিনের ছেলে আব্দুল মতিন (৪৫) পেশায় একজন ইট ভাটার লেবার সরদার। তিনি বিভিন্ন জেলার ইট ভাটায় লেবার সরবরাহ করে থাকেন।
গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে জনৈক এক ইট ভাটার ম্যানেজার আব্দুল মতিনকে চিলমারী নৌকা ঘাটে ডেকে নিয়ে পাওনা ২ লাখ টাকা প্রদান করেন। পরবর্তীতে তিনি টাকা নিয়ে নিজ এলাকায় আসেন। এরপর পৌরসভার নাড়িকেলবাড়ী পূর্ব ছড়ারপাড় এলাকার এক দোকান থেকে পলি নিয়ে সেখানে টাকাগুলো নিয়ে লুঙ্গির কোমড়ের প্যাচে রাখেন।
এ সময় তিনি ওই এলাকার কোব্বাছ আলীসহ কয়েকজনকে দোকানে বসে থাকতে দেখেন। এরপর বাড়িতে ফেরার পথে ওই দিন রাত ১ টার দিকে এলাকার একটি মসজিদের সামনে পৌছিলে কোব্বাছ আলীর নেতৃত্বে কয়েকজন আব্দুল মতিনের পথরোধ করেন এবং তার কাছে থাকা উক্ত টাকা চান। টাকা দিতে অস্বীকার করায় তারা আব্দুল মতিনকে কুপিয়ে ২ লাখ টাকা নেন।
এ সময় আব্দুল মতিনের ডাকচিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে কোব্বাছ আলী ও তার সঙ্গে থাকা লোকজন পালিয়ে যান। পরে এলাকাবাসী গুরুত্বর অবস্থায় মতিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তিনি সুস্থ্য রয়েছেন।
এ বিষয়ে আব্দুল মতিন বলেন, প্রতিবেশি কোব্বাছ আলী (৪৮), আবুল কালাম (৪৫), আকবর আলী (৫৫), জয়নাল আবেদীন (৩৮)সহ আরও কয়েকজনের সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল।
তারাই ঘটনার দিন আমাকে পথরোধ করেন, এবং কুপিয়ে ২লাখ টাকা নেন। তাদের অস্ত্রের আঘাতে বর্তমানে আমার শরীরে তিনটি স্থানে ৭টি সেলাই রয়েছে। এ ঘটনায় আমি সুষ্ঠ বিচারের আশায় ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।
মামলার তদন্তকারী কর্মকর্তা উলিপুর থানার উপ-পরিদর্শক (এস আই) মাসুদ রানা প্রামানিক বলেন, আব্দুল মতিনের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।