হিজলায় কাসিমুল উলুম মাদ্রাসায় অভিভাবক ও সুধী সমাবেশ
আপডেট সময় :
২০২৫-০৯-১৫ ১৫:৫৯:০৩
হিজলায় কাসিমুল উলুম মাদ্রাসায় অভিভাবক ও সুধী সমাবেশ
হিজলা প্রতিনিধিঃ
বরিশাল জেলার হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কাসিমুল উলুম মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে ১৪ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় মাদ্রাসা হলরুমে অত্র মাদ্রাসার উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মান্নান ঢালির সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা সালাউদ্দিন খান, আরো উপস্থিত ছিলেন, হিজলা উপজেলার অত্যন্ত সুপরিচিত আলেমে দিন আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর রহিম (বড় হুজুর) এছাড়াও ছাত্রদের অভিভাবক গনেরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে বক্তারা বলেন, এই প্রতিষ্ঠানটি হিজরা মুলাদী মেহেন্দিগঞ্জ তিন থানার মধ্যে একটি অন্যতম প্রতিষ্ঠান এখান থেকে ছাত্ররা দ্বীনী এলেম শিক্ষা করে যাচ্ছেন, বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রায় ১১ শত ঊর্ধ্বে শিক্ষার্থী রয়েছে আপনাদের সহযোগিতাই প্রতিষ্ঠানটি এ পর্যন্ত আসছে আমরা আশা করি আপনাদেরই সহযোগিতায় প্রতিষ্ঠানটি চলবে।
বক্তারা আরো বলেন, এই মাদ্রাসাটির প্রতি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সহযোগিতা রয়েছে যার ফলে আল্লাহর অশেষ রহমতে প্রতিষ্ঠানটি দিন দিন প্রতিষ্ঠিত হতে চলছে।
অভিভাবক ও সুধী সম্মেলনে উপস্থিত ছিলেন, অভিভাবক ও সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।