হিজলায় মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
আপডেট সময় :
২০২৫-০৯-১৪ ২২:০৯:৩৩
হিজলায় মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
হিজলা প্রতিনিধি:
"আমরা যদি থাকি সৎ-দেশ সংস্কার সম্ভব, গৌরব সংগ্রাম ও ঐতিহ্যের ৪৭ বছর" এই প্রতিপাদ্যকে সামনে রেখে হিজলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল চারটায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে র্য্যালী শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বি সি ডি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এসে উপজেলা মহিলা দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় হিজলা উপজেলা মহিলা দলের সভাপতি কাজী নাসরিন খানম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন খোকন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী শরীফা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য আফসার উদ্দিন হাওলাদার ও আলী আহমেদ হাওলাদার ও উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস দেওয়ান, বরিশাল উত্তর জেলা জাসাস এর যুগ্ম আহবায়ক জহিরুল হক নবু।
এছাড়াও উপস্থিত ছিলেন, হিজলা গৌরব্দী ইউনিয়ন বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক সোলাইমান জমাদার, উওর জেলা যুবদলের সদস্য ছাত্তার মাঝি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল সরদার, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ শাহজাহান খান, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক হেলাল সরদার, বড়জালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, হিজলা কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদুল ইসলাম জিসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বিএনপি মহিলা দল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং এটি নারীর অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ১৯৭৮ সালের প্রতিষ্ঠালগ্ন থেকে মহিলা দলের নেত্রীবৃন্দ দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অসামান্য অবদান রেখে চলেছেন। আজকের এই দিনে মহিলা দলের প্রতিটি নেতাকর্মীকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে হবে।
প্রধান বক্তা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল শুধু একটি সংগঠন নয়, এটি নারী জাগরণের প্রতীক। দেশের সংকটময় মুহূর্তে মহিলা দল গণতান্ত্রিক আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে"। দেশ আজ নানা সংকটে নিমজ্জিত। গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠায় মহিলা দলের কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। সৎ নেতৃত্ব ও ত্যাগী কর্মীরাই দেশকে সংস্কারের পথে এগিয়ে নিতে পারে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভাপতি নাসরিন খানম বলেন, “আজকে প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ নিতে হবে-যে কোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে আমরা সোচ্চার হব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাব।”
আলোচনা সভা সঞ্চালনা করেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মীর মাহফুজুর রহমান এলিট।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স