ঢাকা , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০৯-১৪ ২০:৩০:২৪
ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
 
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: 
 
ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ ১৪ সেপ্টেম্বর রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
 ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
 
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, সামাজিক অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
 
জেলা প্রশাসক সভায় বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়, এটা আমাদের সকলের যৌথ দায়িত্ব। সমন্বিত উদ্যোগের মাধ্যমেই মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধ করা সম্ভব।
 
এসময় সিভিল সার্জন, পুলিশ প্রশাসন, র‌্যাব, বিজিবি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয় এবং সমন্বিত উদ্যোগ গ্রহণে সিদ্ধান্ত গৃহীত হয়।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ