ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে নৌকা ভ্রমণে গিয়ে যুবক নিখোঁজ, পরিবারে উদ্বেগ


আপডেট সময় : ২০২৫-০৯-১৪ ১৭:২৮:০২
কালীগঞ্জে নৌকা ভ্রমণে গিয়ে যুবক নিখোঁজ, পরিবারে উদ্বেগ কালীগঞ্জে নৌকা ভ্রমণে গিয়ে যুবক নিখোঁজ, পরিবারে উদ্বেগ

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর:

গাজীপুরের কালীগঞ্জে নৌকা ভ্রমণে গিয়ে মানিক রোজারিও (৩৫) নামের এক যুবকের রহস্যজনক নিখোঁজের ঘটনা ঘটেছে। হঠাৎ করে মানিক রোজারিওর নিখোঁজ হওয়ায় তার পরিবার ও স্বজনরা চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। এ ঘটনায় নিখোঁজ মানিকের স্ত্রী লিমা রোজারিও রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৭৫৯) করেছেন।     

সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। নিখোঁজ মানিক রোজারিও উপজেলার নাগরী ইউনিয়নের বাগদী গ্রামের মৃত আগস্টিন রোজারিওর ছেলে।     

নিখোঁজের স্ত্রী লিমা রোজারিও বলেন, “আমার স্বামী মানিক রোজারিও হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ায় আমরা পরিবার খুবই ভেঙে পড়েছি। শনিবার বিকেলে তিনি বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে বের হন। এরপর থেকে আর তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। কয়েকবার ফোন করলে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের কাছ থেকে ভিন্ন ভিন্ন উত্তর পেয়েছি। কেউ বলেছে তিনি নৌকায় ঘুমাচ্ছেন, আবার কেউ বলেছে তিনি নৌকায় ছিলেনই না। পরে তার মোবাইল ফোন অন্য কারও ব্যাগ থেকে পাওয়া গেছে- এ বিষয়টি আমাদের আরও আতঙ্কিত করেছে। 

আমরা জানি না, ঠিক কীভাবে বা কোথায় তিনি নিখোঁজ হয়েছেন। এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। আমার স্বামী সুস্থভাবে ঘরে ফিরে আসুক—এই প্রত্যাশায় আছি। আমরা পুলিশের কাছে সাহায্য চাইছি এবং দ্রুত তাকে উদ্ধারের জোর দাবি জানাচ্ছি।”     

নিখোঁজের ঘটনার পর পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়। এ ইরিন জে রোজারিও নামের একটি আইডি থেকে বলা হয়, শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বন্ধু ও পরিচিতদের সঙ্গে মানিক নৌকা ভ্রমণে বের হন। বিকাল ৩টার দিকে বাড়ি থেকে যোগাযোগের চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি। পরপর একাধিকবার কল দিলে একই ইউনিয়নের পানজোড়া গ্রামের বাসিন্দা জনৈক বাতেন ফোন রিসিভ করেন। তিনি জানান, মানিক নৌকায় ঘুমাচ্ছে। তবে একই ব্যক্তি কিছু সময় পর আবার জানান, তিনি নৌকায় ছিলেন না।     

পরবর্তীতে রাত ১০টার দিকে মানিকের নম্বরে কল করলে জনৈক দুলালের স্ত্রী ফোন রিসিভ করেন। তিনি জানান, তার স্বামী (দুলাল) বাড়িতে ফিরেছেন এবং তার ব্যাগে মানিকের মোবাইল ফোন পাওয়া গেছে। তবে প্রায় ৪০ জন যাত্রী থাকা সত্ত্বেও কেউই মানিকের অবস্থান বা নিখোঁজ হওয়ার বিষয়ে সঠিক তথ্য দিতে পারছেন না।     

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, "আমরা ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছি। প্রাথমিকভাবে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ চলছে। মোবাইল ফোন কার কাছে পাওয়া গেছে এবং শেষবার তাকে কারা দেখেছে, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।"



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ