ঢাকা , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে খালার বাড়ি বেড়াতে এসে বাড়ি ফেরা হলো না কিশোরের


আপডেট সময় : ২০২৫-০৯-১৪ ১৬:৪২:৩৯
কালীগঞ্জে খালার বাড়ি বেড়াতে এসে বাড়ি ফেরা হলো না কিশোরের কালীগঞ্জে খালার বাড়ি বেড়াতে এসে বাড়ি ফেরা হলো না কিশোরের
 
তৈয়বুর রহমান (কালিগঞ্জ) গাজীপুরঃ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের নরুন গ্রামে খালার বাড়ি বেড়াতে এসে নৌকা দিয়ে বিলের পানিতে সেলফি তুলতে গিয়ে নৌকা ডুবে এক কিশোরের মৃত্যু হয়। নিহত জুনায়েত (১০) এর বাড়ি কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের ভাকোয়াদী গ্রামে। সে সৌদি আরব প্রবাসী আরমানের ছেলে।
 
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জুনায়েত শুক্রবার বিয়ের দাওয়াতে খালার বাড়িতে বেড়াতে আসে। পরে শনিবার দুপুরে এক নৌকা দিয়ে বিলের পানিতে চারজন সেলফি তুলতে যায়।

সেলফি তোলার একপর্যায়ে নৌকা ডুবে যায়। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। চারজনের মধ্যে জুনায়েদের অবস্থা আসংখ্যা জনক হওয়ায় দ্রুত থাকে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে জুনায়েদ কে মৃত ঘোষণা করেন। 
 
রবিবার সকালে ভাকোয়াদী নিজ বাড়ি সংলগ্ন মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ