মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী সাইফুল ইসলাম কে ঢাকা জেলার দোহার থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব।
মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী সাইফুল ইসলাম কে ঢাকা জেলার দোহার থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব।
নিজস্ব প্রতিবেদক
মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী সাইফুল ইসলাম কে ঢাকা জেলার দোহার থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর একটি চৌকস আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সাইফুল ইসলাম (২৯)- কে ঢাকা জেলার দোহার থানা এলাকা থেকে সফলভাবে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ১৪/০৯/২০২৫ তারিখ সকাল অনুমান ১১.৩৫ ঘটিকার সময় র্যাব-১০ এর একটি বিশেষ দল ঢাকা জেলার দোহার থানাধীন শান্তিনগর এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে।
অভিযানে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দায়েরকৃত জিআর মামলা নং- ১৭০/২০ এর সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো: সাইফুল ইসলাম (২৯), পিতা- মো: দ্বীন ইসলাম মোল্লা, সাং- কাঠালবাড়ী, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স