ঢাকা , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালী উপজেলা সমাজসেবা অফিসে জনবল সংকট থাকায় কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে ভুক্তভোগীরা


আপডেট সময় : ২০২৫-০৯-১৪ ১৬:২২:২৩
কাউখালী উপজেলা সমাজসেবা অফিসে জনবল সংকট থাকায় কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে ভুক্তভোগীরা কাউখালী উপজেলা সমাজসেবা অফিসে জনবল সংকট থাকায় কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে ভুক্তভোগীরা
 
কাউখালী প্রতিনিধি। 
 
পিরোজপুরের কাউখালী উপজেলা সমাজসেবা অফিসে প্রয়োজনীয় জনবল সংকট রয়েছে, ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছে ভুক্তভোগীরা। কাউখালী উপজেলা সমাজসেবা অফিসে মোট ১১টি পদ রয়েছে।

এরমধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহ ৮টি পদে কোন জনবল নেই। শূন্য পদগুলির মধ্যে রয়েছে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সহকারী সমাজ সেবা কর্মকর্তা, ইউনিয়ন সমাজকর্মী ২টি, কারিগরি প্রশিক্ষক ২টি, অফিস সহায়ক ১জন ও নৈশ প্রহরী একজন।

এই গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘদিন ধরে খালি রয়েছে, ফলে ভেঙ্গে পড়েছে অফিসের কার্যকলাপ। কোনমতে জোড়াতালি দিয়ে অফিসের কার্যক্রম চলছে। ২০২৪ সালের ২ সেপ্টেম্বর সর্বশেষ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহাসিন কবির অন্যত্র বদলি হয় যাওয়ার পর বর্তমানে পিরোজপুর সদরের সহকারী সমাজসেবা কর্মকর্তা মতিউর রহমান অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

জনবল সংকটের কারণে ঋণ স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে, সেবা নিতে আসা সেবা গৃহীতারা কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। জনবল সংকট থাকার কারণে বর্তমানে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিজেই পিয়নের কাজ সহ অন্যান্য দাপ্তরিক কাজ করতে হয়। এদিকে নৈশ প্রহরী না থাকায় অফিসের নিরাপত্তার অভাব রয়েছে।
 
কাউখালী উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমান জানান, জনবল সংকটের কারণে সময়সূচি অনুযায়ী অফিসিয়াল কার্যক্রমে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়। সঠিক উপকার ভোগীদের যাচাই-বাছাইয়ের কাজে বিঘ্ন ঘটে।

এ ব্যাপারে সমাজসেবা অধিদপ্তরের পিরোজপুর জেলা উপ-পরিচালক ইকবাল করিম জানান, জনবল সংকটের কথা আমার জানা আছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ