ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মাদারগঞ্জ উপজেলার সার বিতরনে অনিয়ম তথ্য নিতে গেলে সাংবাদিকের উপর হামলা


আপডেট সময় : ২০২৫-০৯-১৩ ২৩:১৫:৪২
মাদারগঞ্জ উপজেলার সার বিতরনে অনিয়ম তথ্য নিতে গেলে সাংবাদিকের উপর হামলা মাদারগঞ্জ উপজেলার সার বিতরনে অনিয়ম তথ্য নিতে গেলে সাংবাদিকের উপর হামলা

জামালপুর প্রতিনিধি:

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ৬নং আদারভিটা ইউনিয়নে কয়রা বাজারে সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। 

ঘটনাটি ঘটেছে গত ১০ সেপ্টেম্বর বুধবার বেলা আনুমানিক ১.২০ মিনিটে। কয়রা বাজারস্থ বিসিআইসি অনুমোদিত রাসায়নিক সার ও বিএডিসি অনুমেদিত বীজ ডিলার মোঃ মাহফুজুল ইসলাম এর ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স তমা এন্টারপ্রাইজ এর সম্মুখে সাংবাদিককে শারীরিক আঘাতের মাধমে গুরুতর জখম করে।

ঘটনা সূত্রে জানাযায়, ৫নং জোড়খালি ইউনিয়নের বরাদ্দকৃত রাসায়নিক সার ও বীজ ৬ নং আদারভিটা ইউনিয়নে বিতরন হচ্ছে। এই তথ্যর ভিত্তিতে দৈনিক দেশ সংবাদ এর জামালপুর জেলা প্রতিনিধি ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ এবং দৈনিক বাংলাদেশের আলো জামালপুর জেলা প্রতিনিধি রকিব হাসান ঘটনা স্থলে পৌছে সত্যতা দেখতে পান।

রাসায়নিক সার বিতরনের সময় সেখানে টেক অফিসার হিসেবে উপস্থিত ছিলেন, মাদারগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান। সার বিতরনের এই অনিয়মের বিষয়ে কৃষি কর্মকর্তার সাক্ষাৎকার চাইলে ডিলার মোঃ মাহফুজুল ইসলাম এর ইশারায় প্রথমে ৮/১০জনের একটি দল আক্রমণ চালায়,পরে তার সংখ্যা দাড়ায় প্রায়৪০/৫০ জনে।

এর মধ্যে কিছু লোক গুরুতর আহত সালাউদ্দিন আহমেদ কে প্রথমে মাদারগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এঘটনায় মাদারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার কাজ প্রক্রিয়াধীন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ