ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০৯-১৩ ২৩:০৬:০৪
পঞ্চগড়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু পঞ্চগড় প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় পঞ্চগড় পুলিশ অফিসের কনফারেন্স রুমে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন, পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী আসন্ন পূজায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য নানা পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, জেলার সকল পূজা মণ্ডপে পুলিশের পাশাপাশি আনসার বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সাদা পোশাকে ডিবি ও ডিএসবি সদস্যরাও মাঠে কাজ করবে।

এছাড়াও প্রতিটি পূজা মণ্ডপ নিজস্ব সিসি ক্যামেরার আওতায় আনার জন্য পূজা উদযাপন কমিটিগুলোকে নির্দেশনা প্রদান করা হয়েছে। মণ্ডপের নিজস্ব স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকবে।

সভায় বক্তারা বলেন, পঞ্চগড় জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রয়েছে। তাই সবাই মিলে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে পুলিশ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে।

সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শইমী ইমতিয়াজ, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) জনাব সামুয়েল সাংমা, ডিআইও-১, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, টিআই প্রশাসন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ