ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় পুকুর লিজ না পেয়ে লিজ প্রাপ্ত ব্যাক্তিকে হুমকি-মটর সাইকেলে আগুন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৯-১৩ ২০:৪৮:৩৬
নওগাঁয় পুকুর লিজ না পেয়ে লিজ প্রাপ্ত ব্যাক্তিকে হুমকি-মটর সাইকেলে আগুন নওগাঁয় পুকুর লিজ না পেয়ে লিজ প্রাপ্ত ব্যাক্তিকে হুমকি-মটর সাইকেলে আগুন
 
নাদিম আহমেদ অনিক, নিজস্ব প্রতিবেদক-
 
নওগাঁয় সরকারি পুকুর লিজ নিতে না পাওয়াই লিজ প্রাপ্ত ব্যাক্তিকে প্রাণনাশের হুমকি ও জোড়পূর্বক মটর সাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেবার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২৫) রাত্রী অনুঃ ১.২০ ঘটিকার সময় নওগাঁ সদর উপজেলার ফতেপুর সরদার পাড়া গ্রামে।
 
উক্ত বিষয়কে কেন্দ্র করে ভুক্তভোগী মোঃ সাকিল সরদার (৩৬) গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নওগাঁ সদর মডেল থানায় ৪ জনকে অভিযুক্ত ও আরও ৩/৪জনকে অজ্ঞাতনামা করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
 
অভিযুক্তরা হলেন, ১। মোঃ রুবেল হোসেন (৩৩) (৮নং ওয়াড যুবলীগের সহ সভাপতি) পিতা মোঃ নুরুজ্জামন, সাং ফতেপুর বাহাদুরের মোড়, ২। মোঃ হাসেন আলী (৩৭) পিতা মৃত রবিউল ইসলাম রবি, সাং ফতেপুর বাজার, ৩। মোঃ মিলন হোসেন (৩২) পিতা মোঃ লেদু, সাং ফতেপুর পূর্বপাড়া, ৪। মোঃ চান (৪০) পিতা মৃত রবিউল ইসলাম রবি, সাং ফতেপুর বাজার, সর্ব থানা ও জেলা নওগাঁ।
 
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ মাস পূর্বে ছিটকিতলা মৎসজীবি সমবায় সমিতি এর কাছে থেকে সরকারী বিধি মোতাবেক তিন বছরের জন্য ফতেপুর বিবির পুকুর নামক ৮৫ শতাংশ জলাশয় লিজ নিয়ে সেখানে মাছ চাষ করে আসিলো ভুক্তভোগী মোঃ সাকিল।
 
উপরোক্ত অভিযুক্তরা উক্ত জলাশয় লিজ নিতে না পারায় হিংসার বসভুতি হয়ে ভুক্তভোগী মোঃ সাকিলকে বিভিন্ন ধরনের হুমকী ধামকী প্রদান করে। তাদের কথায় কর্নপাত না করে বিষয়টি এড়িয়ে যায় সাকিল।
 
পরবর্তীতে গত ৪ সেপ্টেম্বর আনুমানিক ১:২০ ঘটিকার সময় সাকিল মটর সাইকেল যোগে পুকুরে দেখার জন্য গেলে উক্ত অভিযুক্তরাসহ অজ্ঞাতনামা ৩/৪জন ধারালো হাসুয়া, ধারালো চাকু, লোহার রড, ইত্যাদী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে  পুকুরে অনাধীকার প্রবেশ করে অম্লীল ভাষায় গালিগালাজ এর পাশাপাশি ধাওয়া করলে ভুক্তভোগী প্রাণের ভয়ে পালিয়ে যায়। পরবর্তীতে অভিযুক্তরা বুক্তভোগী মোঃ সাকিল সরদার এর মটর সাইকেল পাশে দেখতে পেয়ে তাতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। যে গাড়িটির মডেল- গাজী ১২৫ সিসি (কালো), রেজি- ঢাকা মেট্রা- হ- ৪৯-০৩৩৩ , চেচিস নং-LC6PCJF63C0000999, ইঞ্জিন নং- 156FMIC2H00044।
 
এ বিষয়ে ভুক্তভোগী মোঃ সাকিল সরদার বলেন, এ পুকুরটা তারা লিজ নেবার জন্য অনেক চেষ্টা করেও পায়নী। আমি লিজ নেবার পর থেকেই তারা আমার পেছনে উঠে পরে লেগেছে এবং পুকুরটি ছেরে দেবার জন্য নানান রকমের প্রাণনাশের হুমকি তারা দিয়েছে। কিন্তু আমি যেহেতু আইনগতভাবে পুকুরটি লিজ নিয়েছি সেক্ষেত্রে আমি তাদের কথায় কান দেইনী। অবশেষে তারা আমার এ ক্ষতিটা করলো। এখনো তারা আমাকে নানানভাবে হুমকি দিয়ে যাচ্ছে। আমি আইনকে শ্রোদ্ধা করি তাই এ বিষয়ে থানায় অভিযোগ করেছি। আমি এর বিচার চাই। আমার বিশ্বাস আইন কখনোই অন্যায়কারীকে ছাড় দেয়না।
 
এবিষয়ে অভিযোগের তদন্তকারি কর্মকর্তা এস.আই মোঃ হারুন অর রশিদ বলেন, অভিযোগ সূত্রে স্থানটি পরিদর্শন এর পাশাপাশি তথ্য সরংগ্রহ করা হয়েছে। আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ