ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় ড্যাব সভাপতিকে সংবর্ধনা


আপডেট সময় : ২০২৫-০৯-১৩ ২০:৪৪:২০
ব্রাহ্মণপাড়ায় ড্যাব সভাপতিকে সংবর্ধনা ব্রাহ্মণপাড়ায় ড্যাব সভাপতিকে সংবর্ধনা
 
মোঃ অপু খান চৌধুরী।
 
ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) ২০২৫ এর নব নির্বাচিত সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ কে গণ-সংবর্ধনা দেওয়া হয়।
গতকাল ১৩ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে তার নিজ জন্মস্থান ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নবাসী ও আছাদনগর আবদুল মতিন খসরু কলেজের পক্ষ থেকে গণ-সংবর্ধনা দেওয়া হয়।
 
সংবর্ধনা অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সদস্য এনামুল হক সরকার মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি'র সভাপতি এবং কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া থেকে মনোনয়ন প্রত্যাশী হাজী জসিম উদ্দিন জসিম। অনুষ্ঠানের শুরুতে আসাদনগর আব্দুল মতিন খসরু কলেজ, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন ও এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন ফুলের তোরার মাধ্যমে তাকে সংবর্ধিত করা হয়।
 
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা ড্যাব এর সভাপতি ডাঃ মোঃ মাসুম হাসান,কুমিল্লা মহানগর ড্যাব এর সভাপতি অধ্যাপক ডা: তৌহিদুর রহমান সুমন, কুমিল্লা মেডিকেল কলেজ ড্যাব এর সভাপতি ডা: মিনহাজুর রহমান তারেক,কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মির্জা মোঃ তায়েবুল, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা: আলী নূর মোঃ বশির আহমেদ।
 
উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক শাহ আলম খোকন, সাবেক সাধারণ সম্পাদক মহসিন কবির সরকার, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান ভূঁইয়ার রিপন, বিএনপি নেতা নজরুল ইসলাম, এ্যাডভোকেট শাহজাহান, মনিরুল ইসলাম বাবুল, কুমিল্লা জেলা যুবদলের যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, বিএনপি নেতা মাজারুল ইসলাম ভূঁইয়া, সৌকত আলী মাস্টার, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন মনিরসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ