ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে জামায়াতের শতাধিক ট্রলার নিয়ে নৌবহর অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৫-০৯-১৩ ২০:৩৬:৫০
পিরোজপুরে জামায়াতের শতাধিক ট্রলার নিয়ে নৌবহর অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের শতাধিক ট্রলার নিয়ে নৌবহর অনুষ্ঠিত
 
বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলা শাখার আয়োজনে শতাধিক ট্রলার নিয়ে নৌবহর অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় ছারছিনা ঘাট থেকে শতাধিক ট্রলার নিয়ে এ নৌবহর শুরু হয়। 
 
নেছারাবাদ উপজেলার কয়েকশত নেতাকর্মী নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নৌপথে বহর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর দুই আসনের বাংলাদেশ জামায়তে ইসলামীর মনোনীত প্রার্থী সাঈদীপুত্র শামীম সাঈদী। এ সময় নেছারাবাদ উপজেলার কয়েক হাজার নেতাকর্মী  অংশ নেন।
 
এ সময় প্রধান অতিথি শামীম সাঈদী বলেন, আমাদের কাছে অনেকে অভিযোগ করেছে নেছারাবাদের অনেক জায়গায় নদী ভাঙ্গন হয়েছে, অনেকের ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে। আজকে আমরা ট্রলারে ঘুরে সেসব জায়গা দেখব। আমরা যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারি তাহলে নদী ভাঙ্গন সহ অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ