ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে নব্বই মিনিটে সড়কে নিহত দুইজন


আপডেট সময় : ২০২৫-০৯-১৩ ১৯:২৪:০৪
চট্টগ্রামে নব্বই মিনিটে সড়কে নিহত দুইজন চট্টগ্রামে নব্বই মিনিটে সড়কে নিহত দুইজন

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম:

চট্টগ্রামের পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ শনিবার ১৩ সেপ্টেম্বর  দুপুরে নব্বই মিনিটের ব্যবধানে এই দূঘর্টনা ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযোগ করছেন, মহাসড়কে দিন দিন বেপরোয়া যানবাহনের চলাচল বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ছে।

পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে উপজেলার জলুয়ার দিঘীরপাড় এলাকায় পূরবী পরিবহনের একটি চেয়ারকোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিকআপ চালক আবদুল কাদের (৪২) ঘটনাস্থলেই মারা যান। তিনি নোয়াখালী জেলার মুহাম্মদ কিবরিয়ার ছেলে।

দুর্ঘটনার পর বাসটি পুলিশ জব্দ করেছে। এর আগে দুপুর পৌনে ১টায় উপজেলার গৈড়লার টেক এলাকায় লেগুনার চাপায় নিহত হন শের মোহাম্মদ (৬০) নামে এক কৃষক। তিনি ওই এলাকার মৃত আবদুল হামিদের ছেলে। প্রতিবেশীরা জানান, জমিতে কাজ করতে যাওয়ার পথে মহাসড়ক পার হওয়ার সময় লেগুনার চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, “দুটি দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পূরবী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ