ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কুবি আইটি সোসাইটির নেতৃত্বে সালেহ–সাকিব


আপডেট সময় : ২০২৫-০৯-১৩ ১৯:০০:২৩
কুবি আইটি সোসাইটির নেতৃত্বে সালেহ–সাকিব কুবি আইটি সোসাইটির নেতৃত্বে সালেহ–সাকিব
 
কুবি প্রতিনিধি: 
 
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আইটি সোসাইটি'র ষষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের খান মোহাম্মদ সালেহ এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের সিএসই বিভাগের মেহরাব হোসাইন সাকিব। 
 
গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি শিহাব উদ্দিন হিমেল এবং সাধারণ সম্পাদক তৌসিফ বিন পারভেজ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়। 
 
এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন, মাহির নাসের পলক এবং ইমরুল হাসান রাহাত। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. সৌরভ এবং নাফিজা তাবাসসুম নাবিলা। সাংগঠনিক সম্পাদক হিসেবে এআর প্রান্ত, রায়হান হোসেন রেফাত, মো. আসিফ। অর্থ সম্পাদক মো. শফিউল ইসলাম চৌধুরী এবং সদস্য হিসেবে আদিল আহমেদ মাহাদী, নাদিমুল ইসলাম, মিশকাত ওয়াহিদ চৌধুরী। প্রচার সম্পাদক ইরাজ আনোয়ার এবং সদস্য হিসেবে শৌধা হক শৈলী ও জাহিদ হাসান পাটোয়ার। দপ্তর সম্পাদক নিলুফা ইসলাম এবং সদস্য হিসেবে রয়েছেন মো. তরিকুল ইসলাম এবং আয়েশা খাতুন। 
 
লজিস্টিক টিমের সম্পাদক হিসেবে রয়েছেন মেহেদী হাসান এবং সদস্য হিসেবে মোঃ বিল্লাল হোসেন, নাজমুল হাসান ফাহিম, হেমায়েত উদ্দিন হিমু, নাদিরা ইসলাম কনিকা, নাবিদুল হাসান নাবিল। তথ্য এবং রিসোর্স টিমের সম্পাদক সিরাজুম মনিরা, সহ-সম্পাদক দেবোপ্রিয়া নাথ এবং সদস্য হিসেবে মেশকাত ও কাজী আসমাতুল জান্নাত। টেকনিক্যাল টিম সম্পাদক হিসেবে সৈয়দ আশরাফুজ্জামান আনান, সদস্য হিসেবে মোঃ ইমরান রবি, মারুফ হাসান, জিহাদুল ইসলাম। 
 
ডিজাইন টিমের সম্পাদক তাহমিদ তাজওয়ার এবং সদস্য হিসেবে শাহেদ হাসান রাব্বি, নাজমুল আল মুন্না, মাহমুদ রাফি, তানভীর আলম অর্প। ক্রিয়েটিভ টিমের সম্পাদক লিমন খান, সহসম্পাদক প্রমিত মজুমদার এবং সদস্য হিসেবে নাইমুর রহমান, সাদমান হাসান রাব্বি, মাহফুজ আহমেদ। ইভেন্ট ম্যানেজমেন্ট টিমে সম্পাদক ফাইয়াজ এম লালন, সহসম্পাদক ফেরদাউস হাসান জাফরি, সদস্য হিসেবে শরিফুল ইসলাম, তানবিনা কানিজ নাইমা, দীপা রায়, ইমতিয়াজ আহমেদ, মোঃ তাহসিন আলম দিহান। 
 
পিআর ও কমিউনিকেশন টিমের সম্পাদক রকিবুল হাসান এবং সদস্য মেহেদী হাসান আবির ও সাদিক হোসেন। প্রোগ্রামিং টিমে সম্পাদক মেহেদী হাসান খান এবং সদস্য হিসেবে লামেয়া লুমজা, তানভীর ইসলাম রাফি, হৃদিক দাস, আবদুল্লাহ ফাহাদ তামিম। রোবোটিক্স টিম সম্পাদক জাহিদ হোসেন লিমন এবং সদস্য হিসেবে হামিম আহমেদ, মাহিদুজ্জামান রামিম, জয় ঘোষ। এথিক্যাল হ্যাকিং টিম সম্পাদক মোহসেন আমিন মাহি এবং সদস্য হিসেবে মোঃ সাব্বির হোসেন। 
 
এ নিয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মেহরাব হোসেন শাকিব বলেন, কুমিল্লা ইউনিভার্সিটি আইটি সোসাইটি ক্যাম্পাসের একটি সুসংগঠিত এবং সুপ্রতিষ্ঠিত ক্লাব। আমরা ইতিমধ্যে বেশ কিছু বৃহৎ ও সফল ইভেন্ট সম্পন্ন করেছি, যা ক্লাবের কর্মপরিধিকে আরও বিস্তৃত করেছে। বর্তমানে আমাদের প্রতি সবার প্রত্যাশা অনেক বেশি। ইনশাআল্লাহ, আমরা ক্লাবের এই মর্যাদা এবং সম্মান অক্ষুণ্ন রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব। 
 
সভাপতি খান মোহাম্মদ সালেহ বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি বিশ্ববিদ্যালয়ের একটি ক্লাব। শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্ম-উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও ভাবমূর্তি রক্ষার জন্যে কাজ করে গেছে।

আইটি সোসাইটির হাত ধরেই টেডএক্স সিওইউ, ক্যারিয়ার সামিট এর মতো ইভেন্ট গুলো ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে সোসাইটির দায়িত্ব পেয়ে আমি গর্বিত। আমার পূর্ববর্তী কমিটির লিগ্যাসি ধরে রেখে ক্লাব, শিক্ষার্থী এবং সর্বোপরি বিশ্ববিদ্যালয়কে আপলিফট করাই আমার এবং আমার কমিটির প্রচেষ্টা থাকবে। 
 
উল্লেখ্য, উক্ত কমিটি আগামী একবছরের জন্য গঠন করা হয়েছে। আগামী বছরের ১২ সেপ্টেম্বর এর মেয়াদ শেষ হবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ