ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল জলিল শরীফের সাংবাদিকদের মতবিনিময়


আপডেট সময় : ২০২৫-০৯-১৩ ১৭:৪৫:৪৪
মঠবাড়িয়ায় জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল জলিল শরীফের সাংবাদিকদের মতবিনিময় মঠবাড়িয়ায় জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল জলিল শরীফের সাংবাদিকদের মতবিনিময়
 
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের-৩ মঠবাড়িয়া একক আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী উপজেলা জামায়াতের আমীর সহকারি অধ্যপক মো. আব্দুল জলিল শরীফ এর সাথে গণমাধ্যমকর্মীদের সাথে মঠবাড়ীয়া প্রেসক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামী মিডিয়া বিভাগের উদ্যোগে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মঠবাড়িয়া প্রেস ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
 
জমায়াতে ইসলামী মিডিয়া বিভাগের সভাপতি মো. আবুল বাশারের সঞ্চালনায় মতবিনিময় সভায় পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তোফাজ্জেল হোসাইন ফরিদ, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল হক, মঠবাড়িয়ায় উপজেলা জামায়াত এর সেক্রেটারি আবুল কালাম আযাদ, মঠবাড়িয়া সভা জামায়াত আমীর আব্দুল মালেক মীর, উপজেলা বাইতুল মাল সম্পাদক মো. আমিন হোসাইন সহ ১১ ইউনিয়ন জামায়াতের সভাপতি ও সেক্রেটারীগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পিরোজপুর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদস্য প্রার্থী সহকারি অধ্যপক মো. আব্দুল জলিল শরীফ দেশের জন্য যারা রক্ত জীবন দিয়ে শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জামায়াত ইসলামী এদেশের মানুষের সার্বিক কল্যাণে নিবেদিত হয়ে রাজনীতি করে আসছে। আজকে আল্লাহতায়ালার রহমতে আমাকে পিরোজপুর -৩ আসনে এবার আমাকে কাজ করার ত্যেফিক দান করেছেন।

তিনি মঠবাড়িয়ার সকল মানুষের সহযোগিতা কামনা করে আরও বলেন, আপনারা আমাকে সুযোগ দিলে এলাকার শিক্ষা, সংস্কৃতি ও পাঠাগারের সার্বিক উন্নয়নসহ আধুনিক মঠবাড়িয়া ও পৌরশহর গঠনে সচেষ্ট থাকবো। 
 
সে লক্ষে তিনি দাড়িপাল্লা মার্কায় ভোট প্রাথনা করে বলেন, নির্বাচিত হলে সকল ধর্ম বর্ণের মানুষের জন্য একটি বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্য কাজ করবে। সে লক্ষ্যে শান্তি শৃংখলার উন্নতি করে মঠবাড়িয়ার যোগাযোগ, সুপেয় পানি সরবরাহ, স্বাস্থ্যসেবার মান উন্নয়নের মাধ্যমে মানুষের সার্বিক কল্যাণে নিবেদিত হয়ে কাজ করবেন বলে তিনি সভায় অঙ্গীকার ব্যক্ত করেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ