ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিপুল পরিমান গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও মাদক বহনে মাইক্রোবাস জব্দ।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৯-১৩ ১৬:৩৭:২৮
বিপুল পরিমান গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও মাদক বহনে মাইক্রোবাস জব্দ। বিপুল পরিমান গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও মাদক বহনে মাইক্রোবাস জব্দ।

নিজস্ব প্রতিবেদক

আনুমানিক পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা মূল্যমানের ১৯ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী রাজবাড়ীর কালুখালীতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার ও মাদক বহনে মাইক্রোবাস জব্দ।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন ও মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে র‌্যাব নিয়মিত গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও চিহ্নিত ব্যবসায়ীদের গ্রেফতার করছে, যা সমাজ থেকে মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৩/০৯/২০২৫ তারিখ রাত আনুমান ০২.১৫ ঘটিকায় র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন বোয়ালিয়া ইউপিস্থ সোনাপুর মোড় সংলগ্ন ভাবীর হোটেলের সামনে রাজবাড়ী টু কুষ্টিয়া হাইওয়ে রাস্তার চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করার সময় মেহেরপুর থেকে আসা একটি মাইক্রোবাস হতে আনুমানিক ৫,৭০,০০০/- (পাঁচ লক্ষ সত্তর হাজার) টাকা মূল্যমানের ১৯ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের নাম- ১। মোঃ তোফাজ্জল (৪৫), পিতা- আব্দুল বারী, সাং-শোলমারী, থানা- মেহেরপুর সদর, জেলা- মেহেরপুর ও ২। মোঃ রিজন (২১), পিতা- মোঃ রেজাউল ইসলাম, সাং- দিঘীরপাড়া, থানা-মেহেরপুর সদর, জেলা-মেহেরপুর বলে জানা যায়।


প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের গোপন তথ্যভিত্তিক অভিযান, পেশাদারিত্ব ও পরিকল্পনার ফলে বড় অপরাধচক্র ভাঙছে। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ নানা মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ী গ্রেফতারের মাধ্যমে র‌্যাব যুবসমাজকে মাদক থেকে রক্ষা করতে নিরলস কাজ করছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ