ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি'র বহিষ্কৃত নেতা'কে জামায়াতে ইসলামীর সদস্য হিসেবে গ্রহণ


আপডেট সময় : ২০২৫-০৯-১৩ ১৬:১৭:০৬
বিএনপি'র বহিষ্কৃত নেতা'কে জামায়াতে ইসলামীর সদস্য হিসেবে গ্রহণ বিএনপি'র বহিষ্কৃত নেতা'কে জামায়াতে ইসলামীর সদস্য হিসেবে গ্রহণ
 
বিশেষ প্রতিনিধি:
 
পিরোজপুরের নাজিরপুরে চাঞ্চল্যকর এক রাজনৈতিক ঘটনায়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা একাধিক অপকর্মে অভিযুক্ত ইস্রাফিল হাওলাদারকে জামায়াতে ইসলামীর সদস্য হিসেবে গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন তিনি। তার সঙ্গে আরও ৪০-৫০ জন দলীয় অনুসারীও জামায়াতে যোগদান করেন।
 
জানা যায়, ইস্রাফিল হাওলাদার বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। চলতি বছরের ৯ মে জেলা স্বেচ্ছাসেবক দল থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। কারণ হিসেবে বলা হয়, জামায়াতের এক কর্মীর দোকানে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি টানিয়ে তা ‘দলীয় কার্যালয়’ বানানো। 
 
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বলেন, “চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অনৈতিক কার্যকলাপের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে জামায়াতে গ্রহণ করায় জনগণের মাঝে প্রশ্ন উঠেছে জামায়াতের নৈতিকতা ও রাজনৈতিক আদর্শ নিয়ে।”
 
অন্যদিকে ইস্রাফিল হাওলাদার দাবি করেছেন, “আমি ইসলামের পথে চলতে চাই, তাই জামায়াতে যোগ দিয়েছি। বিএনপি ইসলামী আদর্শে চলে না, সে কারণেই দল বদলেছি।”


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ