ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে জমির বিরোধে প্রাণ গেল কৃষকের


আপডেট সময় : ২০২৫-০৯-১৩ ১৫:৪৯:৪৬
বরিশালে জমির বিরোধে প্রাণ গেল কৃষকের বরিশালে জমির বিরোধে প্রাণ গেল কৃষকের


রাহাদ সুমন, বরিশাল:

বরিশালের মুলাদী সদর উপজেলায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে হামলায় বাবুল বেপারী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে, এবং গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বজয়সুলি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, বাবুল বেপারী ও মল্লিক পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে কথা কাটাকাটির একপর্যায়ে করিম মল্লিক, রফিক মল্লিক, ইউসুফ মল্লিকসহ তিন-চারজন মিলে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বেপারী পরিবারের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন আলিম বেপারী এবং রেসমা বেগম। স্থানীয়রা আহত দুইজনকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আর বাবুল বেপারীর মরদেহ উদ্ধার করা হয় আখক্ষেত থেকে।

নিহত বাবুল বেপারীর বড় ভাই জালাল বেপারী বলেন, ‘আমরা ঘেরে জমি পরিদর্শন শেষে ফেরার পথে স্থানীয় কাবিল মল্লিকের ছেলে করিম মল্লিক, করিম মল্লিকের ছেলে রফিক মল্লিক, ইউসুফ মল্লিকসহ সাত-আটজন ও স্থানীয় প্রভাবশালী বেল্লাল সরদার হামলা চালায়। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।’

বরিশাল মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে জমি সংক্রান্ত বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ইতোমধ্যে প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।



 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ