তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদীগ্রামে প্রতিপক্ষের বিরুদ্ধে কাকরুল ক্ষেত নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন এক কৃষক। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, হলদীগ্রাম এলাকার মৃত ইউছুফ আলীর পুত্র কৃষক মোঃ জুব্বার আলী (৩৫) প্রতিদিনের মতো কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করেন। তার অভিযোগ, প্রতিপক্ষ মৃত আলহাজ্ব লাল মিয়ার পুত্র মোঃ সাহাজ উদ্দিন (৫৫) ও তার স্ত্রী আবিদা সুলতানা (৪৫) পূর্ব শত্রুতার জেরে দা ও খস্তি নিয়ে তার জমির প্রায় ১৫ শতাংশ কাকরুল ক্ষেত কেটে ফেলে।
জুব্বার আলী জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষেত কাটতে নিষেধ করলে বিবাদীরা উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমণের চেষ্টা চালায়। প্রাণভয়ে দৌড়ে গিয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করে।
তিনি আরও জানান, কাকরুল ক্ষেত কেটে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে। চলে যাওয়ার সময় প্রতিপক্ষ প্রকাশ্যে হুমকি দেয়—আইনের আশ্রয় নিলে তাকে রাস্তা-ঘাটে পেয়ে হত্যা করে লাশ গুম করা হবে।
এ ঘটনায় ভুক্তভোগী কৃষক ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ও ঝিনাইগাতী থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের প্রত্যক্ষদর্শী হিসেবে কয়েকজন স্থানীয় গ্রামবাসীর নামও উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া না গেলেও এলাকাবাসী দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-আমীন বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে ।