ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার: সন্ধানে পুলিশ


আপডেট সময় : ২০২৫-০৯-১৩ ০২:৪৫:৩৯
রাজশাহীতে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার: সন্ধানে পুলিশ রাজশাহীতে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার: সন্ধানে পুলিশ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীর মেহেরচÐি এলাকার ফ্লাইওভারের নিচ থেকে ৬৫ বছর বয়সি এক অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে নগরীর চন্দ্রিমা থানা পুলিশ। তবে মরদেহে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ জানান, সকালে স্থানীয়রা রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

মেহেরচÐি এলাকার বাসিন্দারা পুলিশকে জানান, প্রায় দুই দিন আগে এই অজ্ঞাত বৃদ্ধা এলাকায় এসেছিলেন। তিনি অসুস্থ ও অপরিচ্ছন্ন অবস্থায় ছিলেন। স্থানীয় নারীরা তাকে গোসল করিয়ে, খাবার ও ওষুধের ব্যবস্থা করেছিলেন। ওসি আরও জানান, পুলিশ বৃদ্ধার পরিচয় ও ঠিকানা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

ময়নাতদন্ত শেষে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পরিচয় পাওয়া গেলে নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হবে। অন্যথায় বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানে মফিদুলে’র মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ