ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মুলাদীতে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরধরে ষাট উর্দ্ধ কৃষককে কুপিয়ে হত্যা


আপডেট সময় : ২০২৫-০৯-১৩ ০২:২৫:৫৮
মুলাদীতে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরধরে ষাট উর্দ্ধ কৃষককে কুপিয়ে হত্যা মুলাদীতে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরধরে ষাট উর্দ্ধ কৃষককে কুপিয়ে হত্যা

মুলাদী প্রতিনিধিঃ মুলাদীতে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরধরে ষাট উর্দ্ধ এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

জানা গেছে, উপজেলার মুলাদী সদর ইউনিয়নের বজায়শুলী গ্রামের ৯নং ওয়ার্ডের মৃত গহর আলী বেপারীর পুত্র কৃষক বাবুল বেপারী গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে পরিবারের লোকজন নিয়ে পাশ্বর্তি জমির ঘের দেখতে গিয়ে ফেরার পথে ওত পেতে থাকা প্রতিপক্ষের স্বষস্ত্র লোকজন হামলা চালিয়ে বাবুল বেপারী এবং তার সাথে থাকা সালাম বেপারীর পুত্র আলিম বেপারী ও ফেরদৌস বেপারীর স্ত্রী রেশমাকে কুপিয়ে গুরুতর আহত করে।

গুরুতর আহতের উদ্ধার করে স্থানীয়রা মুলাদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কৃষক বাবুল বেপারীকে মৃত ঘোষনা করে এবং অপর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরন করেন।

নিহত বাবুল বেপারীর বড় ভাই জালাল বেপারী জানান, আমাদের ঘেরে জমি থেকে পরিচর্যা শেষে ফেরার পথে স্থানীয় কাবিল মল্লিকের পুত্র করিম মল্লিক, করিম মল্লিকের পুত্র রফিক মল্লিক, ইউসুফ মল্লিক সহ ৭/৮জন, তিনি আরও জানান এঘটনার সাথে স্থানীয় প্রভাশালী বেল্লাল সরদারও জড়িত রয়েছে।

ষাটউর্দ্ধ কৃষক বাবুল বেপারীকে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। থানা পুলিশ লাশের প্রাথমিক সুরহাতাল করে ময়না তদন্তের জন্য প্রেরন করেন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ