ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মুলাদী-বাবুগঞ্জবাসীর স্বপ্ন পুরনে পাশে থাকতে চান সাবেক এমপি কন্যা ড্যাব-নেতা জাহানারা লাইজু


আপডেট সময় : ২০২৫-০৯-১৩ ০০:২৫:৪২
মুলাদী-বাবুগঞ্জবাসীর স্বপ্ন পুরনে পাশে থাকতে চান সাবেক এমপি কন্যা ড্যাব-নেতা জাহানারা লাইজু মুলাদী-বাবুগঞ্জবাসীর স্বপ্ন পুরনে পাশে থাকতে চান সাবেক এমপি কন্যা ড্যাব-নেতা জাহানারা লাইজু

মুলাদী প্রতিনিধিঃ

মুলাদী-বাবুগঞ্জবাসীর স্বপ্ন পুরনে তাদের পাশে থাকতে চান সাবেক এমপি আলহাজ¦ মোশাররফ হোসেন মঙ্গু কন্যা ড্যাব নেতা জাহানারা লাইজু। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুলাদী-বাবুগঞ্জ সংসদীয় আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হবেন ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতাও জিযাউর রহমান ফাউন্ডেশনের সদস্য অধ্যাপক জাহানারা লাইজু।

ডাঃ জাহানারা লাইজু হিজলা-মুলাদী সংসদীয় আসনের ৪বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মোশারফ হোসেন মঙ্গুর মেয়ে এবং বিএনপির প্রতিষ্ঠাকালীন যুগ্ন-সহাসিচব সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী সিরাজুল হক মন্টুর ভাতিজি।

বিএনপি পরিবারের জন্ম গ্রহন করা ডাঃ জাহানারা লাইজু ছাত্র জীবন থেকেই বিএনপির আদর্শ বুকে ধারন করে বাবা সাবেক এমপি মোশাররফ হোসেন মঙ্গুর পাশে থেকে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে দলকে সু-সংগঠিত রেখেছেন।

মুলাদীর উন্নয়নের রুপকার আলহাজ¦ মোশাররফ হোসেন মঙ্গু কন্যাকে বাবার স্থলে দেখতে মরিয়া তৃণমুল বিএনপির নেতৃবৃন্দ। ডাঃ জাহানারা লাইজু বর্তমানে উত্তরা আধুনিক মেডিকেল কলেজে অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। সাথে সাথে তিনি ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ শাখার সভাপতির দায়ীত্ব পালন করে আসছেন।

বর্তমানে তিনি মুলাদী উপজেলা বিএনপির কমিটিতে সদস্য পদে রয়েছেন। চাচা সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী সিরাজুল হক মন্টু ও বাবা সাবেক এমপি আলহাজ¦ মোশাররফ হোসেন মঙ্গুর প্রতি এ অঞ্চলের মানুষের যে অফুরন্ত ভালোবাসা রয়েছে তা ধরে রাখতেই তিনি মুলাদী-বাবুগঞ্জ বাসীর পাশে থেকে তাদের উন্নয়ে কাজ করতে চান।

বিএনপির নেতাকর্মীরা জানান, সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন মঙ্গুর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে এবং মুলাদী বিএনপিকে ঐক্যবদ্ধ করে রাখতে তার পরিবারের যোগ্য উত্তরসুরি ডাঃ জানাহারা লাইজু আগামীতে এ আসন থেকে মনোনয়ন চাইবেন।

জাহানারা লাইজু বলেন, জাতীয়তাবাদী আদর্শ বুকে ধারন করে ড্যাব এর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ শাখার সভাপতির দায়িত্ব পালন করে আসছি, এছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য হিসেবে কাজ করছি, মুলাদী-বাবুগঞ্জে বিএনপির  ঘোষিত কর্মসুচিতে অংশ গ্রহন করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুলাদী-বাবুগঞ্জ আসন থেকে মনোনয়ন চাইবো।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ