পঞ্চগড়ে পাঁচ শহীদের কবর জিয়ারত করলো ছাত্রশিবির
আপডেট সময় :
২০২৫-০৯-১১ ২২:০৩:১৯
পঞ্চগড়ে পাঁচ শহীদের কবর জিয়ারত করলো ছাত্রশিবির
মোঃ আকতারুজ্জামান দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি-
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঐতিহাসিক বিজয় উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে জুলাই অভ্যুত্থানে নিহত পাঁচ শহীদের কবর জিয়ারত করেছে ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কবর জিয়ারত করেন, জেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
জেলা ছাত্রশিবির সূত্রে জানা যায়, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা সভাপতি মুহাম্মদ রাশেদ ইসলামের নেতৃত্বে পাঁচ শহীদের কবর জিয়ারত করা হয়। প্রথমে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কীত্তিনীয়া গ্রামের শহীদ রবিউল ইসলামের কবর জিয়ারত করা হয়।
এরপর একে একে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের শহীদ আবু ছায়েদ, সাকোয়া ইউনিয়নের শহীদ সুমন ইসলাম, দেবীগঞ্জ সদর ইউনিয়নের শহীদ শাহাবুল ইসলাম শাওন এবং ভাউলাগঞ্জ ইউনিয়নের শহীদ সাজুর কবর জিয়ারত করেন নেতারা। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে খোঁজখবর নেন তারা।
পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ রাশেদ ইসলাম বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ঐতিহাসিক বিজয় দান করেছেন। তাই কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা জুলাই অভ্যুত্থানে প্রাণ দেওয়া শহীদদের স্মরণে কবর জিয়ারত করেছি এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছি। ছাত্রশিবির সর্বদা শহীদদের আদর্শ ও ত্যাগকে লালন করবে এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে দৃঢ়ভাবে পাশে থাকবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহিবুল্লাহ মোহিব, অফিস সম্পাদক সোহেল রানা, বায়তুল মাল সম্পাদক খোরশেদ আলম, সদর উপজেলা সভাপতি মুন্না ইসলাম, বোদা উপজেলা সভাপতি সোহেল রানা এবং পঞ্চগড়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স