নলছিটি ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর বিকাল ৫ টায় বিজিইউনিয়ন একাডেমির হলরুমে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ রবিউল হোসেন তুহিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব এ্যাডভোকেট আনিসুর রহমান খাঁন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নলছিটি উপজেলা যুবদলের আহ্বায়ক সালাহ্ উদ্দিন শাহীন, যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু, নুরুজ্জামান শিমুল, রেজোয়ানুল হক ও জিয়া উদ্দিন বাবলু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক হাসিবুল হাসান সবুজ, ইউনিয়ন যুবদল নেতা নান্না তালুকদার, জাকির হোসেন লিটন, সোহাগ মুন্সি, আনোয়ার হোসেন বাবুল, শহীদ তালুকদার, মোঃ আজিম, তরিকুল ইসলাম মিঠু, ফাইজুল ইসলাম নয়ন প্রমুখ।
প্রধান অতিথি রবিউল ইসলাম তুহিন বলেন, “যুবদল হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলনের অগ্রভাগের সৈনিক। হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে যুবদল ঐক্যবদ্ধভাবে ছিলো আগামী নির্বাচনেও তারা অগ্রভাগে থাকবে।
প্রধান বক্তার বক্তব্যে এ্যাডভোকেট আনিসুর রহমান খাঁন বলেন, আজকের কর্মীসভা প্রমাণ করেছে যুবদলের নেতাকর্মীরা এখনও রাজপথে আন্দোলনের জন্য প্রস্তুত। সুবিদপুর ইউনিয়নের প্রতিটি গ্রামে যুবদলকে আরও শক্তিশালী করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন, ৫নং সুবিদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো: আলমগীর হোসেন হাওলাদার। অতিথিরা তাদের বক্তব্যে সংগঠনের শক্তি বৃদ্ধি ও ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান।