পটুয়াখালী প্রতিনিধি॥
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ঝাটিবুনিয়া ম.ই মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কিশোর গ্যাংয়ের হামলায় আঃ রহমান সামির (১৫) নামে দশম শ্রেণীর এক ছাত্র গুরুতর আহত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে আহত সামির মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় সামিরের ছোট ভাই সিয়ামকে (১৩) কেন্দ্র করে। গত ৯ সেপ্টেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে কিশোর গ্যাং সদস্য ওলি সিয়ামের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে এলোপাথাড়ি মারধর করে। বাড়ি ফিরে সিয়াম বিষয়টি তার বড় ভাই সামিরকে জানায়।
পরদিন দুপুরে বিদ্যালয়ের সামনে ওলিকে দেখে সামির এ বিষয়ে জানতে চাইলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওলির সঙ্গে থাকা নিরব (১৬), রবিউল (১৫), জয় (১৫), তানভীর (১৮) ও আরিফ (১৭) নামের আরও কয়েকজন কিশোর গ্যাং সদস্য সামিরের ওপর এলোপাথাড়ি হামলা চালায়। এ সময় ওলি হাতে থাকা কঙ্কালের পায়ের হাড় দিয়ে সামিরের মাথায় আঘাত করলে সে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত সামিরের নানা ফারুক শিকদার অভিযোগ করে বলেন, “এই বিদ্যালয়ে এর আগেও এক শিক্ষিকার হাতে এক ছাত্রী নির্যাতিত হয়েছে। মাঝেমধ্যেই এরকম ঘটনা ঘটলেও বিদ্যালয়ের শিক্ষক বা প্রধান শিক্ষক কোনো ব্যবস্থা নেন না। আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি এবং এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের মধ্যে অনেকে অপ্রাপ্তবয়স্ক। তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”