ঢাকা , বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ , ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে ইভটিজিং করার অপরাধে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত


আপডেট সময় : ২০২৫-০৯-১১ ১৮:০৫:৫৬
কাউখালীতে ইভটিজিং করার অপরাধে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত কাউখালীতে ইভটিজিং করার অপরাধে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত
 
কাউখালী প্রতিনিধি। 
 
পিরোজপুরের কাউখালীতে ইভটিজিং করার অপরাধে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

জানা গেছে, এক ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা উপজেলার মহিলা কলেজের সামনে ঘটনাস্থলে উপস্থিত হইলে স্থানীয় জনগণ ওই বখাটে যুবককে হাতেনাতে ধরে ফেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে বখাটে যুবককে ইভটিজিং করার অপরাধে ১৮৬০ এর ৫০৯ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজল মোল্লা। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিড়াপাড়া গ্রামের মোশারফ ডাকুয়ার ছেলে নীলু ডাকুয়া (৪৫)।

উল্লেখ্য, ওই নারীকে প্রায় সময় বখাটে নীলু ডাকুয়া চলার পথে বিভিন্ন সময় কুপ্রস্তাব সহ ইভটিজিং করত। মহিলা বিভিন্ন স্থানে ধরনা দিয়ে কোন বিচার না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দাখিল করেন।

কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, আসামিকে পিরোজপুরে জেলে পাঠানো হয়েছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ