বিপুল পরিমান ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
বিপুল পরিমান ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
নিজস্ব প্রতিবেদক
১৯৫ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে রাজধানীর লালবাগ হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব-১০ এর একটি বিশেষ আভিযানিক দল ডিএমপি, ঢাকার লালবাগ থানাধীন বউবাজার এলাকায় একটি অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গতকাল ১০/০৯/২০২৫ তারিখ রাত আনুমান ২০.৩০ ঘটিকায় ডিএমপি, ঢাকার লালবাগ থানাধীন বউবাজার এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৫৮,৫০০/- (আটান্ন হাজার পাঁচশত) টাকা মূল্যমানের ১৯৫ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম- ১। রাকিবুল হাসান (২৭), পিতা- মো: হাতেম আলী, সাং- মল্লিক কান্দি, থানা- জাজিরা, জেলা- শরীয়তপুর ও ২। মোঃ নয়ন (২৫), পিতা- মো: নুর হোসেন, সাং- শহিদনগর, থানা- লালবাগ, ডিএমপি, ঢাকা বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক নির্মূলে র্যাব-১০ এর অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স