ঢাকা , বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ , ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মাদক ব্যবসায়ী ও অস্ত্র মামলার আসামি নাদিমকে গ্রেফতার করেছে র‍্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৯-১১ ১২:৫৯:৩৭
মাদক ব্যবসায়ী ও অস্ত্র মামলার আসামি নাদিমকে গ্রেফতার করেছে র‍্যাব। মাদক ব্যবসায়ী ও অস্ত্র মামলার আসামি নাদিমকে গ্রেফতার করেছে র‍্যাব।

​নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের আদমজী বিহারী কলোনির শীর্ষ মাদক ব্যবসায়ী ও অস্ত্র মামলার আসামি নাদিমকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

বাংলাদেশ আমার অহংকার- এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব ১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দ নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ১০ সেপ্টেম্বর, ২০২৫ ইং তারিখ রোজ বুধবার রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সোনামিয়া বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করেন। উক্ত আভিযানিক দলটি বর্ণিত সময় ও স্থান হতে নারায়ণগঞ্জের আদমজী বিহারী কলোনির শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিমকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত আসামি নাদিম (২২) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার বিহারী কলোনির মৃত হারুনুর রশিদের ছেলে। 

এর আগে, গত ১৮ জুন, ২০২৫ ইং তারিখ রোজ বুধবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী বিহারী কলোনী এলাকায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজার ৮৪টি পুরিয়া, ছোট-বড় ১৭টি দেশীয় অস্ত্র, চারটি রামদা, সেনাবাহিনীর পোশাক তৈরির একটি থান কাপড়, একটি ছোট ডিজিটাল পাল্লা, ১১টি মোবাইল ফোন এবং নগদ ৭,১১৩/- টাকা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মোঃ নাদিম নামে এক আসামি পালিয়ে গিয়েছিল। এই সময় আসামি নাদিম এর বসত ঘর হতে উক্ত আলামতগুলো উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, আসামি নাদিম (২২) এর সুনির্দিষ্ট কোন পেশা নাই। সে পেশায় একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ব্যবহার করে এলাকার জনমনে ভীতি তৈরী করিয়া ছিনতাই, চাঁদাবাজি, চুরি, ডাকাতি সহ নানা সন্ত্রাসী কর্মকান্ড করে থাকে বলে জানা যায়। আসামী নাদিম (২২) বিশেষ অভিযানে সংবাদ পেয়ে তার ঘর তালাবদ্ধ করে কৌশলে পালিয়ে যায়। আসামী নাদিম (২২) উদ্ধারকৃত দেশীয় অস্ত্র-সস্ত্র তার শয়ন কক্ষে নিজ হেফাজতে রেখে ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯(ভ) ধারার অপরাধ করেছে। 

গ্রেফতারকৃত আসামি নাদিমকে পরবর্তী আইনানুগ কার্যক্রম করার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ