ঢাকা , বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ , ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নদী ভাঙন রোধ কার্যক্রমে অনিয়ম-দুর্নীতি: টঙ্গিবাড়ীতে আসাদুজ্জামান রিপনের অভিযোগ


আপডেট সময় : ২০২৫-০৯-১০ ২২:২৪:৩৭
নদী ভাঙন রোধ কার্যক্রমে অনিয়ম-দুর্নীতি: টঙ্গিবাড়ীতে আসাদুজ্জামান রিপনের অভিযোগ নদী ভাঙন রোধ কার্যক্রমে অনিয়ম-দুর্নীতি: টঙ্গিবাড়ীতে আসাদুজ্জামান রিপনের অভিযোগ
 
ফাহাদ মোল্লা:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে বিভিন্ন স্থানে কেবল বালুর বস্তা ও ব্লক ফেলা হচ্ছে, যা কোনো সুফল দিচ্ছে না। বরং এসব কর্মকাণ্ডে অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটছে। এর ফলে নদী ভাঙন ঠেকানো তো দূরের কথা, মানুষ আরও চরম বিপদের মুখে পড়ছে।
 
বুধবার (১০সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।
 
ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশায় ড. আসাদুজ্জামান রিপন বলেন, “টঙ্গিবাড়ী, লৌহজং ও মুন্সীগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে নদী ভাঙনের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে। ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছে। অথচ ভাঙন রোধে সরকার কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না।
 
তিনি অভিযোগ করে বলেন, পদ্মা-মেঘনায় অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে ভাঙন আরও তীব্র আকার ধারণ করছে। অথচ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
 
টেকসই বাঁধ ও পুনর্বাসনের দাবি উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা দ্রুত টেকসই স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান। একইসঙ্গে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি জমিতে পুনর্বাসনের দাবি তোলেন।

তিনি বলেন, শুধু বালুর বস্তা বা ব্লক ফেলে ভাঙন ঠেকানো যাবে না। দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও টেকসই বাঁধ নির্মাণ। এ সময় তিনি পদ্মার তীরে মেরিন ড্রাইভ সড়ক নির্মাণকে বিএনপির ভবিষ্যৎ কর্মসূচির অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন।
 
অনিয়ম-দুর্নীতি ও প্রশাসনের উদ্দেশ্যে ড. আসাদুজ্জামান রিপন বলেন, বাঁধ নির্মাণ কাজে ধীরগতি, অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি ও মাদক ব্যবসা—সবকিছু মিলে সাধারণ মানুষ দুঃশ্চিন্তায় দিন কাটাচ্ছে। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।
 
তিনি আরও অভিযোগ করেন, পানি সম্পদ উপদেষ্টা এখনো ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেননি, অথচ এটি তাঁর দায়িত্ব ছিল। মানুষের দুঃখ-দুর্দশার প্রতি সরকারের কোনো নজর নেই।
 
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আসাদুজ্জামান রিপন বলেন, দেশে এক বছর ধরে কোনো নির্বাচিত সরকার নেই। ফলে মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
 
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি। এ সময়ে নানা ষড়যন্ত্র শুরু হবে। কুচক্রী মহল চায় দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হোক। তবে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করবে এবং ইউনুস সরকারের রোডম্যাপ বাস্তবায়নে সহযোগিতা করবে।
মানববন্ধনে বিএনপির স্থানীয় নেতারা ছাড়াও টঙ্গিবাড়ী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ভাঙনে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ অংশ নেন। তারা স্থায়ী বাঁধ নির্মাণ ও পুনর্বাসনের দাবি জানান।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ