ভূঞাপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড
আপডেট সময় :
২০২৫-০৯-১০ ২১:০১:৫২
ভূঞাপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড
মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে আব্দুল বারেক (৩০)কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ (১০সেপ্টেম্বর) সকালে উপজেলার গোবিন্দাসী এলাকার যমুনা নদীর পূর্ব প্রান্তে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় নৌ-পুলিশ আঃ বারেককে আটক করে ও জব্দ করে বালু বোঝাই দুটি নৌকা। তিনি উপজেলার গাবসারা ইউনিয়নের রুলিপাড়া গ্রামের মৃত সিরাজ আকন্দ'র ছেলে।
ভূঞাপুর নৌ-পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) ফজলুর হক বলেন, রাত ৩ ঘটিকায় আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যমুনা নদীর চর হতে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। পরবর্তীতে অভিযান পরিচালনা করে আমরা তাকে আটক করি এবং বালু বোঝাই দুটি নৌকা জব্দ করি।
উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসাইন বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত ব্যক্তিকে বালুমহল ও মাটি সংশোধনী আইন ২০২৩ এর ১৫ (১) ধারায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স