ভালুকায় ইটের অগ্রিম টাকা নিয়ে ইট ও জমির ভাড়া দিতে তালবাহানার অভিযোগ
আপডেট সময় :
২০২৫-০৯-১০ ২০:৪৭:৫৮
ভালুকায় ইটের অগ্রিম টাকা নিয়ে ইট ও জমির ভাড়া দিতে তালবাহানার অভিযোগ
ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় ইট বিক্রির জন্য অগ্রীম ১৯ লক্ষ টাকা নিয়ে ইট দেতি তালবাহানা করা ও জমি লিজ নিয়ে ৭ বছর যাবৎ জমির ভাড়া না দেওয়ার অভিযোগ উঠেছে ভাটার মালিকের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাজৈ ইউনিয়নের উরাহাটি গ্রামের সজিব খানের কাছে ইট বিক্রির উদ্দেশ্যে ১৯ লক্ষ টাকা দাদন নেয় ভাটার মালিক পার্শবর্তি পাগলা থানার পাইথর গ্রামের মালিক মনু মিয়া। অভিযোগ উঠেছে মনু মিয়ার কাছে টাকা চাইলে উল্টো সে চাঁদাবাজির অভিযোগ দিয়ে হয়রানি করছে ধান্দাবাজ মনু মিয়া।
এছাড়াও অভিযোগ রয়েছে, চুক্তি অনুযায়ী ভাটা সংলগ্ম কোন জমি থেকে মাটি না কাটার শর্ত উল্লেখ থাকলেও অনেক জমি থেকে মাটি কেটে অন্তত ১৫ ফুট গর্ত করে এলাকার অপূরনীয় ক্ষতি সাধন করেছে। অতপর সে চুক্তি অমান্য করে আওয়ামীলীগের দাপট দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে ইটভাটার জন্য মাটি মাটি কেটে পরিবেশের ক্ষতি সাধন করা সহ মানুষের কাছে ইট বিক্রির কথা বলে অগ্রিম টাকা নিয়ে মানুষকে নিঃস্ব করে দিয়েছে।
এমন অবস্থা থেকে পরিত্রান পেতে জমির ভাড়া ও ইটের জন্য দেয়া অগ্রিম টাকা উদ্ধারের দাবিতে সজিব খান বাদি হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত মনু মিয়া সকল অভিযোগ অস্বীকার করেন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স