ঢাকা , বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ , ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মৃত্যু হওয়ার ৪০ মিনিটের মধ্যেই ৫জনকে গ্রেফতারে করেছেন রাণীশংকৈল থানার পুলিশ


আপডেট সময় : ২০২৫-০৯-১০ ১৪:৫৯:২৯
মৃত্যু হওয়ার ৪০ মিনিটের মধ্যেই ৫জনকে গ্রেফতারে করেছেন রাণীশংকৈল থানার পুলিশ মৃত্যু হওয়ার ৪০ মিনিটের মধ্যেই ৫জনকে গ্রেফতারে করেছেন রাণীশংকৈল থানার পুলিশ

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও প্রতিনিধি:  


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সেলোমেশিন চুরির জেরে কার্তিক নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায়  ৫ জনকে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানার পুলিশ।

 

সোমবার ০৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের কুয়াভিটা এলাকায় এ ঘটনা ঘটে।


মৃত্যুর পরপরই রাণীশংকৈল থানা পুলিশ নেকমরদ ইউনিয়নের অভিযান চালিয়ে নারায়ণপুর (কোয়াভিটা) গ্রামে অভিযান চালিয়ে ৪০ মিনিটের মধ্যেই কাশিনাথ এর ছেলে শ্রী হরি কিশোর (৩৬), অনন্ত কুমার বর্মনের ছেলে শ্রী তপন কুমার বর্মন (৪৩) ও শ্রী ডালিম কুমার (৩৮), নবদেব কুমার বর্মনের ছেলে শ্রী রতন চন্দ্র বর্মন (২৭), মৃত হেমন্তর ছেলে শ্রী নবদেব কুমার বর্মন (৪৮) কে গ্রেফতার করেছে।


নিহত কার্তিক চন্দ্র (৩৫) রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের কুয়াভিটা গ্রামের খুনারামের ছেলে।


স্থানীয় সূত্র জানায়, কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কার্তিকের গলা, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কোপ দেয়। এতে তিনি গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


মৃতের স্বজনদের অভিযোগ, একই গ্রামের হদা ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে নানা অজুহাতে কার্তিককে হয়রানি করে আসছিল। মঙ্গলবার রাতেও তারা শ্যালো মেশিন চুরির অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত করে।


এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহা. আরশেদুল হক বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৫জনকে গ্রেফতার করেছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 


দিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।


 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ