পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়া মগনামার নির্জন একটি বাড়ি থেকে অর্ধগলিত এক নারীর লাশ উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের নাপিতার দ্বিয়া এলাকার এহতেশামুল হক এর বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
বাড়ির মালিক এহতেশামুল হক চট্টগ্রাম শহরে বসবাস করায় গ্রামের বাড়িতে গত তিন মাস ধরে ওই নারী ভাড়া থাকতেন বলে জানা যায়। উদ্ধার হওয়া অর্ধগলিত নারী সাবিনা আক্তার জান্নাত প্রকাশ জুলি (৪৫) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার মৃত ছায়েদুল হকের মেয়ে বলে নিশ্চিত করেছে পুলিশ।
অর্ধগলিত লাশের বীভৎস অবস্থা দেখে ধারণা করা হচ্ছে গত ৫ থেকে ৬ দিন আগে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানান পুলিশ। পুলিশ আরো জানিয়েছেন মৃত্যুর কারণ এখননি নিশ্চিত করা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য নুর মোহাম্মদ জানান, বাড়ির মালিক চট্টগ্রাম শহরে বসবাস করেন। গত ৩ মাস আগে ওই নারীকে ঘর ভাড়া দেন। বাড়িটির আশে পাশে তেমন বাড়ি ঘর না থাকায় অনেকটাই নির্জন ভাবে বসবাস করতেন ওই নারী। আজ সন্ধ্যায় প্রতিবেশী এক মহিলা বাড়িতে গেলে বিশ্রী একটি গন্ধ পেয়ে লোকজনকে খবর দেন। স্থানীয়রা এসে বিষয়টি আমাকে জানালে ঘটনাস্থলে এসে লাশের গন্ধ নিশ্চিত হয়ে পেকুয়া থানার পুলিশকে খবর দেই।
খবর পেয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা ঘটনাস্থলে এসে ওই নারীর অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, পেকুয়া থানা এলাকার মগনামা ইউনিয়নের নাপিতার দ্বিয়া গ্রামের এহতেশামুল হক এর বাড়ি থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার কর হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিতে পুলিশ তদন্ত চলমান রেখেছে।