সারোয়াতলী বিট পুলিশিং এর সভা
আপডেট সময় :
২০২৫-০৯-০৯ ২৩:৩৯:১৭
সারোয়াতলী বিট পুলিশিং এর সভা
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম:
চট্টগ্রামে বোয়ালখালী ৫নং সারোয়াতলী ইউনিয়নে ৫নং বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ৯টি ওয়ার্ডের জনসাধারণ উপস্থিত ছিলেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর কঞ্জুরী মুক্তকেশী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সাবেক ইউপি সদস্য, এম জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান।
সাংবাদিক বাবর মুনাফের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবিদ মো. আবুল হাশেম, রাজনীতিবিদ এম এ মঞ্জুর, পূর্ণ চন্দ্র সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তীলেশ পারিয়াল, মুক্তকেশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়তু মল্লিক, বোয়ালখালী থানার উপ পরিদর্শক জুয়েল রানা, উপ পরিদর্শক মো. সেলিম, উপ পরিদর্শক মোস্তাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য প্রদীপ বড়ুয়া প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. আব্দুল মুনাফ।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. লুৎফর রহমান বলেন, সারোয়াতলী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, মাদকমুক্ত পরিবেশ গড়া, ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ, জুয়াসহ অন্যায় অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজেদের সন্তানদের আগলে রাখতে হবে। আমি যতদিন বোয়ালখালী থানায় থাকব কোন অপরাধমূলক কর্মকাণ্ড হতে দেব না। এসব বিষয়ে সচেতন জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি।
সভাপতির বক্তব্যে সাবেক ইউপি সদস্য এম জসিম উদ্দিন বলেন, আমরা অতীতেও মাদক নির্মূল করার লক্ষ্যে থানা প্রশাসনকে সহযোগিতা করেছি। বর্তমানেও এগুলো নির্মূলে প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছি। সচেতন জনগণকে সাথে নিয়ে ভবিষ্যতেও করে যাব। আসন্ন সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের শারদীয় দূর্গাপূজা উৎসব নির্বিঘ্নে উদযাপন করার জন্য আহবান জানাচ্ছি। বিশেষ অতিথির বক্তব্যে রাজনীতিবিদ মো. আবুল হাশেম এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোন ব্যাঘাত ঘটলে তা নিয়ন্ত্রণে থানা পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স