ঢাকা , বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ , ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার


আপডেট সময় : ২০২৫-০৯-০৯ ২৩:৩৫:৪৯
বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখা ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এক বিশেষ অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

পুলিশ সুপার পঞ্চগড় মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মো: আবু হোসেনের নেতৃত্বে, সহকারী পুলিশ কর্মকর্তা এসআই সাদেকুল ইসলাম ও অন্যান্য ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানটি পঞ্চগড় সদর থানাধীন হাফিজাবাদ ইউনিয়নের জঙ্গলপাড়া গ্রামের আমিরুলের আবাদি জমির উত্তর পাশে পাকা রাস্তার উপর অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা ৫.৩০ ঘটিকার সময় ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়:
১. আল আমিন জীবন (৩৪), পিতা মৃত নিজামুদ্দিন
২. ফজলে রাব্বী (২৭), পিতা মৃত আব্দুল খালেক
৩. শাহরুখ খান (২৬), পিতা মৃত মোকসেদ

গ্রেফতারকৃতরা পঞ্চগড় সদর এলাকার রাজনগর এলাকার বাসিন্দা।

এসআই মো: আবু হোসেন বলেন, “আমরা জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান চালাচ্ছি। সম্প্রতি গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরেছি যে, হাফিজাবাদ ইউনিয়নের জঙ্গলপাড়ায় মাদক বিক্রি হচ্ছে।

তাই রাতের অন্ধকারে অভিযান চালিয়ে ৫০ পিস ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আমরা চাই, এই ধরনের পদক্ষেপের মাধ্যমে যুব সমাজকে মাদকের প্রভাব থেকে রক্ষা করা যায় এবং সমাজে সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পঞ্চগড় সদর থানায় এ বিষয়ে এজাহার দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ প্রশাসন জনসাধারণকে আশ্বাস দিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং কেউ আইন ভঙ্গ করলে তাকে দায়বদ্ধ করা হবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ