ঢাকা , বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ , ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ত্রিশালে মাদ্রাসা শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন


আপডেট সময় : ২০২৫-০৯-০৯ ২৩:৩১:১৭
ত্রিশালে মাদ্রাসা শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ত্রিশালে মাদ্রাসা শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
 
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
 
ত্রিশালে রায়েরগ্রাম আইয়ুবীয়া দাখিল মাদ্রাসার সুপার মো. মজিবুর রহমানের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন করেছে ত্রিশাল মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফেডারেশন। 
 
জানা যায়, ঐতিহাসিক গণ বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারি আওয়ামী সরকারের পতনের পর দেশের বিভিন্নস্থানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলে তাদের পদত্যাগের দাবি উঠে। ওই সুযোগকে কাজে লাগিয়ে ম্যানেজিং কমিটির দ্বন্দের পূর্বশত্রুতার জেরে ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম আইয়ুবীয়া দাখিল মাদ্রাসার সুপার মো. মজিবুর রহমানকে জোরপূর্বক পদত্যাগের চেষ্টা করে স্থানীয় একটি মহল। ওই মহলটি গত এক বছর ধরে মাদ্রাসায় উঠতে দেন না সুপার মজিবুর রহমানকে। কোন ভাবেই তাঁকে চাকরিচ্যুত না করতে পেরে চলতি বছরের ২০ আগস্ট অফিস কক্ষের তালা ভেঙে শিক্ষক হাজিরা খাতাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় দুষ্কৃতিকারী মহলটি।

ওই ঘটনায় মাদ্রাসা সুপার ২১ আগস্ট ত্রিশাল থানায় স্থানীয় ইয়াকুব আলী জাফর, আবদুস সাত্তার, শহিদুল্লাহ, জাহিদ মিয়াসহ ৬ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন। মাদ্রাসা সুপারের অনুপস্থিতিতে শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে অফিসিয়াল কাজ ব্যাহত হতে থাকলে গত ৪ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার সুপারকে মাদ্রাসায় যাওয়ার নির্দেশ দেন। পরে দুপুর ১২ টার দিকে সুপার মজিবুর রহমান মাদ্রাসার গেইটের সামনে পৌছলে তার উপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। ওইদিন রাতেই থানায় মামলা করেন ভুক্তভোগি মজিবুর রহমান।  
 
মাদ্রাসা সুপারের ওপর হামলার ঘটনায় (৯ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন করেন, ত্রিশাল মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফেডারেশন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী কাছে স্মারকলিপি দেয়া হয়।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. ওসমান গনি, খাঘাটি জামতলী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ খবির উদ্দিন, দুখুমিয়া বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক হারুনুর রশীদ, পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দাম ও আলী আকবর ভূইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ প্রমুখ। 
 
ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মো. ফজলুল হক বলেন, মাদ্রাসা সুপারের ওপর উপর বর্বরোচিত হামলার কারণে শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। আমরা  দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি। 
 
সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. ওসমান গনি বলেন, যত দ্রুত সম্ভব দুঃষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে শিক্ষার পরিবেশ সুন্দর করতে হবে। 
এ বিষয়ে জানতে মামলার এক নম্বর আসামি ইয়াকুব আলী জাফরকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ