ঢাকা , বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ , ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান


আপডেট সময় : ২০২৫-০৯-০৯ ২২:১৭:০৫
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান
 
মোঃ অপু খান চৌধুরী।
 
"নিজ নিজ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন" এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান শুরু হয়েছে।

গতকাল ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় ও ব্র্যাকের সৌজন্যে এ অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।
 
অভিযানে দীর্ঘদিন জমে থাকা ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের ময়লার স্তুপ পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। এ ছাড়া পর্যক্রমে পুরো রাস্তা পরিস্কার করা হবে বলে জানান। 
 
এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, এই রাস্তায় যারা ময়লা আবর্জনা ফেলবে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং এ রাস্তাটি সিসি ক্যামেরার আওতায় আনা হবে। এসময় তিনি স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণে সর্বসাধারণের আন্তরিকতা একান্তভাবে কামনা করেন।

এসময় তিনি আরও বলেন, আসুন নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি। এ সময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া সহকারি কমিশনার (ভূমি) তারেক রহমান ও ব্র্যাকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ