ফাহাদ মোল্লা:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ডাকসু নির্বাচন ঘিরে কার্জন হলে দায়িত্ব পালনকালে সাংবাদিকতার মাঠেই সহকর্মীদের চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন চ্যানেল এস টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তরিকুল শিবলী (৪০)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
সহকর্মীরা জানান, তরিকুল শিবলী লাইভ সম্প্রচারের মাধ্যমে ভোট পরিস্থিতির সংবাদ দিচ্ছিলেন। হঠাৎ করেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, “সাংবাদিক তরিকুল শিবলীর মরদেহ মর্গে রাখা হয়েছে। চিকিৎসক প্রাথমিকভাবে জানিয়েছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে হঠাৎ মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী ও সাংবাদিক সমাজে। সহকর্মীরা জানিয়েছেন, প্রাণবন্ত ও কর্মনিষ্ঠ এই সংবাদকর্মী সবসময় হাসিখুশি থাকতেন। হঠাৎ তার এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন।
তরিকুল শিবলীর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানায়। বর্তমানে তিনি পরিবার নিয়ে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বসবাস করছিলেন। দুই মেয়ের জনক ছিলেন তিনি। সহকর্মীদের মতে, কর্মজীবনের পাশাপাশি তিনি একজন দায়িত্বশীল পরিবারপ্রেমী মানুষ ছিলেন।
তরিকুল শিবলীর মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছে সাংবাদিক মহল। সহকর্মীরা জানিয়েছেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন—এটি সাংবাদিকতার ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে।