বুড়িচংয়ে শিক্ষকদের টিসিভি প্রশিক্ষণ
আপডেট সময় :
২০২৫-০৯-০৯ ২০:৩৫:৩৪
বুড়িচংয়ে শিক্ষকদের টিসিভি প্রশিক্ষণ
মোঃ আবদুল্লাহ বুড়িচং।
কুমিল্লার বুড়িচংয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মিলনায়তনে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়।
সোমবার সকালে উপজেলা প্রাথমিক/সমমান বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে প্রশিক্ষণ সভায় আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূইয়া।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার।
স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মালেকুল আফতাব ভূইয়া বলেন, ২ শত শিক্ষক/ শিক্ষিকা কে টাইফয়েড টিকাদান প্রশিক্ষণ দিচ্ছি। তারা যেন রেজিস্ট্রেশন ও টিকা কার্যক্রমে সঠিক নিয়ম অনুসারে শিক্ষার্থীরা যেন টাইফয়েড জ্বরের টিসিভি টিকা প্রাপ্তিতে সক্রিয় ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষকদেরেও প্রশিক্ষণ দেওয়া হবে। এসময় শিক্ষক/ শিক্ষিকা ও স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স