কলাপাড়ায় এক জেলে পিটিয়ে মারার ঘটনায় আসামী আটক।
আপডেট সময় :
২০২৫-০৯-০৯ ২০:০৩:৪৯
কলাপাড়ায় এক জেলে পিটিয়ে মারার ঘটনায় আসামী আটক।
মোঃ সোহাগ, বিশেষ প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় এক জেলেকে পিটিয়ে মারার ঘটনায় পলাতক আসামি শুকুর খান (৫২)কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার কলাবাড়িয়া গ্রাম থেকে যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করা হয়।
আটককৃত শুকুর খান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের উত্তর ছোট মাছুয়া গ্রামের মৃত আনেয়ার হোসেন খানের ছেলে। সে জেলে পিটিয়ে মারার অন্যতম একজন পলাতক আসামী।
র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার আলীপুর মৎস্য আড়তে মন্টু ফরাজীর মালিকানাধীন এফবি তামান্না ট্রলারের জেলেরা মঠবাড়িয়া থেকে আলীপুর আসতে দেরি করায় মালিকপক্ষের লোকজন জেলে হেলাল হাওলাদার (২৪) সহ আরও দু'জনকে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হেলালকে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতাল ও পরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহত হেলালের মা শেফালী বেগম বাদী হয়ে মহিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ট্রলার মালিক মন্টু ফরাজী, তার ব্যবসায়ীক পার্টনার শুকুর খান সহ কয়েকজনকে আসামি করা হয়।
র্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পলাতক থাকার পর শুকুর খানকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা সম্ভব হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে সোমবার রাতে বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স