ঢাকা , বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ , ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

৫ মাছ ব্যবসায়ী ঘাতক পিকআপ চালক পিকআফ সহ নারায়ণগঞ্জে গ্রেফতার


আপডেট সময় : ২০২৫-০৯-০৯ ১৯:৫৬:৩১
৫ মাছ ব্যবসায়ী ঘাতক পিকআপ চালক পিকআফ সহ নারায়ণগঞ্জে গ্রেফতার ৫ মাছ ব্যবসায়ী ঘাতক পিকআপ চালক পিকআফ সহ নারায়ণগঞ্জে গ্রেফতার

শাহ কামাল সবুজঃ গত ১৮ আগস্ট ২০২৫ইং তারিখে ভোরে ভিকটিম সহ ১ টি পিকআপ যোগে ফৌজদারহাট হতে ফিশারিঘাট এলাকায় মাছ কিনতে যওয়ার জন্য রওনা হয়।

আনুমানিক ০৫০০ ঘটিকার সময় আকবর শাহ থানাধীন সিটি গেইট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর পৌছালে বিপরীত দিকে থেকে দ্রুত ও বেপরোয়া গতিতে আসা পিকআপ ভ্যান ভিকটিম রনি ও উপরোক্ত ২-৫ নং পিকআপকে স্বজোরে ধাক্কা মারেন। এতে করে উপরোক্ত ১-৫ নং ভিকটিম ঘটনস্থলে গুরুতর আহত হয়। দ্রুত ও বেপরোয়া গতিতে আসা পিকআপ ভ্যানটি ঘটনাস্থলে রেখে ঘাতক পিকআপ চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তাৎক্ষনিক খবর পেয়ে আকবর শাহ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয় লোকজনের সহায়তায় ১-৫ নং ভিকটিমকে হাসপাতালে প্রেরণ করেন এবং কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন। উক্ত ঘটনায় স্বপন দাস সঙ্গীয় উপরোক্ত ২-৫ নং ভিকটিম এর আত্মীয়স্বজনসহ থানায় হাজির হইয়া উক্ত আসামী সিয়াম খান এর বিরুদ্ধে এজাহার দায়ের করেন। 

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার আলোচিত এবং চঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামী সিয়াম খান নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে  ০৯ সেপ্টেম্বর  ২০২৫ তারিখে আনুমানিক ০০৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন বিসিক শিল্প এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ সিয়াম খান, পিতা-ইউসুফ আলী, সাং- আস্তা কাঠি, থানা-বরিশাল সদর, জেলা-বরিশাল’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাকে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ