ঢাকা , বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ , ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নারীকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান পলাতক আসামি গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৯-০৯ ১৯:৫২:৪২
নারীকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান পলাতক আসামি  গ্রেফতার। নারীকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান পলাতক আসামি গ্রেফতার।

​নিজস্ব প্রতিবেদক

র‍্যাব-১৩ এর অভিযানে রংপুর জেলার বদরগঞ্জ থানায় নারীকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান পলাতক আসামি  গ্রেফতার।

'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, অপহরণ, নারী ও শিশু নির্যাতন এবং মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

বাদী কর্তৃক দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ৩ বছর পূর্বে ধৃত আসামি মোহাম্মদ আলী (৪০) এর সহিত ভিকটিমের বিবাহের পর থেকেই ভিকটিমকে প্রায় সময় মারপিট করা হতো এবং বিভিন্ন সময় আসামি ভিকটিমকে প্রাননাশের হুমকি দিত।

গত ২১/০২/২০২৫ ইং তারিখে বেলা অনুমান ১২.৩০ ঘটিকার সময় রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন ০৯ দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ী কামারপাড়া গ্রামস্থ জনৈক হরলাল এর ভুট্টা ক্ষেত হতে ভিকটিমের মুখসহ শরীর আগুনে ঝলসানো অবস্থায় মৃতদেহ পাওয়া যায়। পরবর্তীতে ভিকটিমের মা মোছাঃ ফরিদা বাদী হয়ে রংপুর জেলার বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৮ তারিখ-২২/০২/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০।

বিষয়টি নিয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়া এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুরের একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৮/০৯/২০২৫ তারিখ বিকাল ০৩.১০  ঘটিকার সময় ভিকটিমের ২য় স্বামী আসামী মোহাম্মদ আলী (৩৫), পিতা- মোঃ আবুজার শাহ, সাং- মৌয়াগাছ স্কুলপাড়া, থানা- বদরগঞ্জ, জেলা- রংপুর'কে নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন তেলিপাড়া বিমানবন্দর এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ