ঢাকা , বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ , ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মুলাদী প্রেসক্লাবে এবি পার্টির সংবাদ সম্মেলন


আপডেট সময় : ২০২৫-০৯-০৯ ১৭:৪৫:০২
মুলাদী প্রেসক্লাবে এবি পার্টির সংবাদ সম্মেলন মুলাদী প্রেসক্লাবে এবি পার্টির সংবাদ সম্মেলন

মুলাদী প্রতিনিধিঃ বরিশালের মুলাদী প্রেসক্লাব শাহজাহান মাহমুদ হল রুমে গতকাল ৯ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় সমসাময়িক বিষয় নিয়ে মুলাদী উপজেলার সকল কর্মরত সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন আমার বাংলাদেশ (এবি) পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

এ সময় উপস্থিত ছিলেন, আমার বাংলাদেশ পার্টির যুগ্ম আহবায়ক সুজন তালুকদার, আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব, জিএম রাব্বি, আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সদস্য সচিব ডা. তানভীর আহমেদ, আমার বাংলাদেশ পার্টির সদস্য মো. হায়দার ভূঁইয়া ও সদস্য মো. নাইম ভূঁইয়া।

সংবাদ সম্মেলন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আমি মীরগঞ্জ ব্রীজের কাজের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের উপদেষ্ট এম. সাখাওয়াত হোসেন নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করলে তিনি জানান মীরগঞ্জ ব্রীজের কাজ সম্ভাব্য আগামী ডিসেম্বরে কাজ শুরু হবে। মুলাদী প্রেসক্লাবের জন্য মেরামত ও সংস্কারের জন্য ২ লাখ টাকা বরাদ্দের আবেদন করেছি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভ‚ঁইয়ার সাথে সাক্ষাৎ করে আমার নির্বাচনী বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) বিভিন্ন উন্নয়ন ও সেবামুলক কাজের জন্য সাহায্য ও সহযোগিতা চেয়েছি তার মধ্যে মুলাদী উপজেলার ২৭টি কাঁচা রাস্তা, সলিং রাস্তা ও কালভার্ট, ৪৫টি গভীর নলকুপ ও মুলাদী উপজেলার ৩৪টি মসজিদ/মন্দির সংস্কারের আবেদন করেছি।

এছাড়া, মূলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুরোধে জনগুরুত্বপূর্ণ রাস্তা বিষয়ে আবেদন করেছি। আমাদের সহকর্মীদের মাঠ পর্যায়ের যাচাই বাছাই সাপেক্ষে প্রথম পর্যায়ের তালিকার ওপর ভিত্তি করে আবেদন করেছি। উপদেষ্টা মহোদয় দ্রুততম সময়ের মধ্যে বরাদ্দ দিবেন বলে আশ্বাস দিয়েছেন। মুলাদীর ১৮টি রাস্তা পাকা করার জন‍্যও আবেদন করেছিলাম জুন মাসে যেগুলোর কার্যাদেশ এখনো বিবেচনাধীন দ্রুতই কাজ শুরু হবে বলে আশা করছি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকগণ ছিলেন, মুলাদী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. নজিবুর রহমান ভূঁইয়া কামাল, সহ-সভাপতি কে, এম মোশারফ হোসেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আতিকুর রহমান মিরণ, মুলাদী রিপোর্টার্স ইউনিটের সাংগঠনিক সম্পাদক রাসেল মল্লিক, অন-লাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শামিম সরদার ও দৈনিক মতবাদ পত্রিকার সাংবাদিক রেজা হাওলাদার প্রমুখ।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ