কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উপজেলার ৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও স্কুল ডে উদযাপন করা হয়। প্রতিষ্ঠানের শিক্ষকরা প্রান্তিক মূল্যায়নের ফলাফল শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে তুলে দেয়। শিক্ষার্থী ও অভিভাবকরা পরীক্ষা পদ্ধতি ফিরে পেয়ে খুবই আনন্দিত এবং তারা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে যোগদান করে।
এ উপলক্ষে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মা সমাবেশের মাধ্যমে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও স্কুল ডে উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ফলাফল তুলে দেন, কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউআরসি কর্মকর্তা মোঃ লুৎফর রহমান।
এ সময় বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি নাজমুন নাহার, আবুল কালাম, লাবিন প্রমুখ। মা সমাবেশে প্রায় শতাধিক মায়েরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাবিবুল্লাহ ফকির।